Afiea Nusrat Barsha : কাঁদলেন বর্ষা; ছাড়লেন সিনেমা!

কাঁদলেন বর্ষা; ছাড়লেন সিনেমা!
কাঁদলেন বর্ষা; ছাড়লেন সিনেমা!

কাঁদলেন বর্ষা; ছাড়লেন সিনেমা!


ঢাকাই সিনেমার অন্যতম চিত্রনায়ক অনন্ত জলিলের হাত ধরে চলচ্চিত্রে নাল লেখান বর্ষা। এরপর বেশ অনেকগুলি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে স্বামী অনন্ত জলিল ছাড়া অন্য কোনো নায়কের বিপরীতে অভিনয় করা হয়নি তার। তাদের জুটিও বেশ জনপ্রিয়। গেলো ঈদুল আযহায় বিশ্বব্যাপি মুক্তি পেয়েছে বিগ বাজেটের সিনেমা ‘দিন: দ্য ডে’। বাংলাদেশের ১০৭টি হলে মুক্তি পাওয়া এ সিনেমাতেও জুটি বেঁধে অভিনয় করেছেন এই তারকা দম্পতি।

‘দিন: দ্য ডে’ মুক্তি উপলক্ষে দর্শকদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এই জুটি ছুটছেন দেশের এক প্রেক্ষাগৃহ থেকে অন্য প্রেক্ষাগৃহে। তেমনি ১২ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে যান তারা। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎই কেঁদে ফেলেন বর্ষা। পাশাপাশি সিনেমা ছেড়ে দেয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

বর্ষা উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে কান্না জড়িত কন্ঠে বলেন, ‘‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, কে বা কারা জানি না, ইচ্ছাকৃতভাবে নেগেটিভ কথাবার্তা প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে আমাদের ব্যক্তিগত স্বার্থে ডাউন করার চেষ্টা করছে। খুব কষ্টই পেলাম। ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না।’’

তিনি আরো বলেন, ‘‘আজকে যদি আমরা চলচ্চিত্র না করি, তাহলে আমাদের কিছুই হবে না। আমরা যে চেষ্টা করছি ভালো একটা সিনেমা দিতে। আমি জানি না, মানুষজন কেন মিথ্যা কথা বলে নিউজ রটাচ্ছে। অনেকেই বলছে, আমরা আমাদের গার্মেন্টসকর্মী এনে সিনেমা দেখাচ্ছি। কীভাবে সম্ভব? মানুষ দেশে গিয়েছে ঈদ করার জন্য, কীভাবে লোক পাব এখন, এটা কী হতে পারে?’’

কাঁদতে কাঁদতে বর্ষা বলেন, ‘‘নেত্রী: দ্য লিডার’র আমরা শুটিং করেছি, হতে পারে এটা শেষ নাও করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে গায়ের জোরে ছোট করার চেষ্টা করে। আর কিছু বলতে চাই না।’’

প্রসঙ্গত, ‘দিন-দ্য ডে’ শিরোনামের বহুল আলোচিত এ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও এ সিনেমার শুটিং হয়েছে ইরান, তুরস্ক ও আফগানিস্তানে। এতে অনন্ত ও বর্ষা ছাড়াও অভিনয় করেছেন ইরান, লেবানন ও বাংলাদেশের বেশ কয়েকজন অভিনয়শিল্পী। এ সিনেমা নির্মানে খরচ হয়েছে ১০০ কোটি টাকা। এমন বিগ বাজেটের সিনেমা ঢালিউডে এর আগে আর নির্মিত হয়নি।

হাঙ্গামা/ধ্রুব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url