Zayed-Omar-Moushumi : ওমর সানী নয় জায়েদের পক্ষ নিলেন মৌসুমী!
জায়েদ-ওমর সানী দ্বন্দ্বে জায়েদের পক্ষ নিলেন মৌসুমী! |
জায়েদ-ওমর সানী দ্বন্দ্বে জায়েদের পক্ষ নিলেন মৌসুমী!
ঢাকাই সিনেমার বহুল সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান। সিনেমার বাইরের বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিনিয়ত হচ্ছেন সংবাদের শিরোনাম। তার কর্মমান্ডে কদিন বাদে বাদেই সরগরম হয়ে ওঠে ঢাকাই সিনেমা পাড়া। ফের এই জায়েদ খানকে ঘিরেই উত্তাল হয়ে উঠেছে ঢালিউড। তবে এবারের প্রসঙ্গে আর চিত্রনায়িকা নিপুণ নেই; এবার জায়েদ খানের সঙ্গে নাম উঠেছে মৌসুমী ও ওমর সানীর।
চিত্রনায়িকা মৌসুমীকে জড়িয়ে তার স্বামী চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে তুমুল দ্বন্দ্ব তৈরি হয়েছে জায়েদ খানের। দ্বন্দ্বের সূত্রপাতটা ঘটে গত ১০ জুন। এদিন রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত হয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান। সে অনুষ্ঠানেই জায়েদকে কষে চড় মারেন ওমর সানী। এতে জায়েদ ক্ষেপে গিয়ে পকেট থেকে পিস্তল বের করে সানীকে গুলি করারা হুমকি দেন।
জায়েদকে চড় মারার কারণ হিসেবে সানী জনিয়েছেন, জায়েদ খান নাকি গত চার মাস ধরে তার স্ত্রী মৌসুমীকে ত্যক্ত-বিরক্ত করে আসছিল। অসম্মান করে কথা বলেছিলো। তাদের সংসারে ভাঙনের চেষ্টা করেছিল জায়েদ। শুধু তাই নয়, জায়েদ অনেক মেয়েরই সংসার ভেঙ্গেছে। তবে জায়েদ এসব সকল ঘটনাকেই অস্বীকার করেছেন।
জায়েদ-ওমর সানীর দ্বন্দ্ব নিয়ে গত তিন দিন ধরে উত্তেজনার হাওয়া বইছে সিনেমা পাড়ায়। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা মৌসুমী। তবে তিনি তার স্বামীর পক্ষ না নিয়ে জায়েদের পক্ষেই কথা বলেছেন। এমনকি চড়-পিস্তল কাণ্ডে স্বামী ওমর সানীর পক্ষ না নিয়ে উল্টো তাকেই দোষারোপ করেছেন এই নায়িকা। তিনি জানিয়েছেন, এ ঘটনায় জায়েদের কোনো দোষ দেখছেন না তিনি। জায়েদ তার ছোট ভাই। সে কখনো অসম্মান করে কথা বলেনি।
সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় জায়েদের ভূয়সী প্রশংসা করেন মৌসুমী। তিনি বলেন, ‘‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি দেখিনি। তারপর বলব ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি।’’
জায়েদ তাকে উত্যক্ত করেছে কিনা এ প্রসঙ্গে এ মৌসুমী বলেন, ‘‘সে আমাকে বিরক্ত করছে-উত্ত্যক্ত করছে! কেন এই প্রশ্নটা বারবার আসছে? এই জিনিসটা আমার আসলে... জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করার দরকার ছিল।’’
এদিকে জায়েদকে চড় মেরেও শান্ত হননি সানী। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর জায়েদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। সমিতির মাধ্যমে সুরাহা না হলে জিডি করবেন বলেও জানিয়েছেন এই চিত্রনায়ক। অভিযোগপত্রে ওমর সানী লিখেছেন, ‘‘আমি ওমর সানী এই সমিতির একজন সদস্য এবং সাবেক কমিটির সহসভাপতি ছিলাম। দীর্ঘ ৩২ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করে আসছি। কিন্তু দুঃখের বিষয়, সমিতির সদস্য জায়েদ খান গত চার মাস ধরে আমার স্ত্রী আরিফা পারভীন জামান মৌসুমীকে হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় করার চেষ্টা করে আসছে।’’
হাঙ্গামা/সানজানা