Srijit-Raj রাজের সঙ্গে ‘দ্বন্দ্ব’ নিয়ে মুখ খুললেন সৃজিত

রাজের সঙ্গে ‘দ্বন্দ্ব’ নিয়ে মুখ খুললেন সৃজিত
রাজের সঙ্গে ‘দ্বন্দ্ব’ নিয়ে মুখ খুললেন সৃজিত

রাজের সঙ্গে ‘দ্বন্দ্ব’ নিয়ে মুখ খুললেন সৃজিত


টালিগঞ্জের নির্মাতাদের মধ্যে দুজন তারকা নির্মাতা হচ্ছেন রাজ চক্রবর্তী ও সৃজিত মুখার্জী। গত ৩ জুন (শুক্রবার) দুজনারই দুটি ছবি মুক্তি পেয়েছে। সিনেমা দুটি হচ্ছে সৃজিতের ‘এক্সপ্রেম’ এবং রাজের ‘হাবজি গাবজি’। এগুলোর মুক্তি উপলক্ষে দর্শকমহলে উন্মাদনা বিরাজ করছে। 

ব্যক্তিগত জীবনে এই দুই সিনেমার পরিচালক খুব ভালো বন্ধু। তবে সিনেমা মুক্তিকে কেন্দ্র করে তাদের সম্পর্কে খানিকটা ভাটা পড়েছে। কারণ দুজনই তাদের সিনেমা প্রদর্শনের জন্য নন্দন কেন্দ্রে আবেদন করেছিলেন। কিন্তু সেখানে সৃজিত মুখার্জির ‘এক্সপ্রেম’ প্রদর্শনের সুযোগ না দিয়ে অনুমোদন দেয়া হয় রাজ চক্রবর্তীর ‘হাবজি গাবজি’কে। নন্দন কর্তৃপক্ষের কাছে সৃজিত এর কারণ জানতে চাইলেও তাকে তা জানানো হয়নি। এতে খ্যতিমান এই নির্মাতা সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।  

সৃজিত মুখার্জি সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘‘একই দিনে মুক্তি পাচ্ছে দুটি ছবি। দুজনই নন্দন ১-এর জন্য আবেদন করেছিলাম। কিন্তু মাত্র একজন ছাড়পত্র পেয়েছেন। আদর্শগত ও ন্যায়সঙ্গত কারণে দুটি ছবিরই ছাড়পত্র পাওয়া উচিত ছিল। না হলে একজনও পাবেন না।’’ 

তার এমন স্ট্যাটাসকে রাজ চক্রবর্তী ব্যক্তিগতভাবে নিয়ে পাল্টা স্ট্যাটাস দেন। রাজ তার স্ট্যাটাসে লেখেন, ‘‘'হাবজি গাবজি' নিয়ে কন্ট্রোভার্সি করে লাভ নেই।’’ শুধু স্ট্যাটাসেই থামেননি তিনি। গণমাধ্যমেও এ প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ বলেন, ‘‘শুধু নন্দন নয়, প্রিয়া, স্টারের মতো কিছু হলেও থাকছে না সৃজিত মুখার্জির সিনেমাটি। সেটাও কী আমার কারসাজি? আমি চাই দুজনের সিনেমাই মানুষ দেখুক।’’

দুই তারকা নির্মাতার এমন দ্বন্দ্ব নিয়ে সামাজিক মাধ্যমেও চলছে আলোচনা। এমন সময় স্ট্যাটাসের বিষয়টি নিয়ে মুখ খুললেন সৃজিত। শুক্রবারেই ফেসবুক লাইভে আসেন সৃজিত। চলমান বিতর্কের আগুনে জল ঢেলে তিনি জানান, রাজ তার ভালো বন্ধু। তিনি চান হাবজি গাবজিও ভালো চলুক।

তিনি ফেসবুক লাইভে বলেন, ‘‘আমি কারও বিরুদ্ধে বা কোনো সিনেমার বিরুদ্ধে কিছু লিখিনি। রাজ চক্রবর্তী বা হাবজি হাবজি নিয়ে তো নয়ই। কারণ, রাজ আমার ভালো বন্ধু। নন্দন থেকে যখন জানতে পারি আমার ছবি দেখানো হবে না, তখন প্রথম ফোনটা রাজকেই করেছিলাম। রাজ জানিয়েছিল, তিনি জানেন না কেন 'এক্স=প্রেম' নেয়নি নন্দন। সেই সময় 'হাবজি গাবজি' নন্দন থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাবও দেয় রাজ, যাতে 'এক্স=প্রেম' চলতে পারে।’’

সৃজিত তার পোস্ট প্রসঙ্গে বলেন, ‘‘আমি শুধু এটাই জানতে চেয়েছিলাম নন্দনে কি এ রেটেড সিনেমা চলে না? আমার ছবি নন্দন নেয়নি কেন সেটার কারণ। সেজন্যই আমার পোস্ট। এতে রাজ বোধহয় একটু অভিমান করছে আমার উপর। আমারও একটু খারাপ লেগেছে। আমার কিন্তু নন-সিলেকশনে কোনো সমস্যা ছিল না। আমার খারাপ লেগেছে কারণ দেখানো হচ্ছে না। আমার শুধু এটাই বলার এই ছবিটা যেহেতু স্টুডেন্টসদের জন্য, তাই নন্দনে হল না পাওয়ায় আপত্তি তুলেছিলাম। কারণ ওরা তো অনেক টাকা দিয়ে মাল্টিপ্লেক্সে যেতে পারে না। তাহলে আমরা এই ধরনের ছবি বানানোর আগে ভাবব। বা যখন এ সার্টিফিকেট দেওয়া হল, তখন সেন্সর বোর্ডের সঙ্গে কথা বলতাম।’’

হাঙ্গামা/প্রিয়াঙ্কা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url