Porshi-Farhan : ফারহানকে বিয়ে করেছেন গায়িকা পড়শী!
ফারহানকে বিয়ে করেছেন গায়িকা পড়শী! |
ফারহানকে বিয়ে করেছেন গায়িকা পড়শী!
বাংলা সংগীত জগতের অন্যতম কন্ঠশিল্পী সাবরিনা পড়শী। ২০০৮ সালে শিশুদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতামূলক আপাতবাস্তব অনুষ্ঠান ‘ক্ষুদে গানরাজ’এ যোগ দিয়েছিলেন তিনি। সে প্রতিযোগীতায় ২য় রানার্স আপ হিসেবে জয়ী হন ছোট্ট পড়শী। এরপর সব যেনো ইতিহাস। মিষ্টি কন্ঠ ও অসাধারণ গায়কি ঢংয়ে জয় করে নিয়েছেন গোটা দেশ। একটা সময় মানুষের ঠোটে ঠোটে ফুটতে থাকে পড়শির নাম।
পড়শী শুধু সংগীতশিল্পীই নন, পাশাপাশি তিনি একজন মডেল ও অভিনেত্রীও বটে। ইতোমধ্যে ঢাকাই সুপারস্টর শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন ‘মেন্টাল’ নামের একটি সিনেমায়। তাছাড়া বেশ কয়েকটি নাটকেও দেখা গেছে মিষ্টি চেহারার এই গায়িকাকে। এবার তিনি সংবাদের শিরোনাম হয়েছেন ‘বিয়ের’ খবরে।
বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহানকে বিয়ে করেছেন কন্ঠশিল্পী পড়শী। বিয়ের পর নিজের সংসারও সাজিয়েছেন নিজ হাতে। তাদের মধ্যে বিয়ের আগে কোনো সম্পর্ক ছিলো না। পারিবারিক ভাবেই বিয়ে করেন তারা। তবে এ ঘটনা তাদের বাস্তব জীবনের নয়। এমন দৃশ্য দেখা যাবে ‘শাদি মোবারক’ নামের একটি নাটকে।
মাহমুদ মাহিন পরিচালিত এ নাটকটি প্রসঙ্গে পড়শী বলেন, ‘‘এর আগে তিনটি নাটকে আমাকে পাওয়া গেলেও মূলত ‘মারিয়া ওয়ান পিস’-এ আমি নায়িকা চরিত্রে ছিলাম। নতুন নাটকেও তাই। এখানে আমাকে প্রবাসীর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। আরও তিন দিন হবে নাটকটির কাজ।’’
মুশফিক ফারহান বললেন, ‘‘অ্যারেঞ্জ ম্যারেজের পরে রোমান্সের কিছু বিষয় দেখা যাবে। নাটকের শেষে একটি সচেতনামূলক বার্তাও থাকবে। এমন গল্প ও আমার উপস্থিতি দুটোতেই নতুনত্ব আছে। আমার বিশ্বাস, ঈদে নাটকটি দেখে দর্শকের ভালো লাগবে।’’
পরিচালক মাহিন বলেন, ‘‘একজন প্রবাসীর দেশে ফিরে বিয়ে এবং দাম্পত্য জীবনের বিভিন্ন খুঁটিনাটিকে কেন্দ্র করে এর গল্প এগিয়েছে। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবে সুলতান এন্টারটেইনমেন্ট উন্মুক্ত করা হবে নাটকটি। আশাকরি দর্শকদের অনেক ভালো লাগবে এটি।’’
পড়শী এর আগেও অভিনয় করেছেন তিনটি নাটকে। গত ঈদেও তার অভিনীত একটি নাটক মুক্তি পায়। ‘মারিয়া ওয়ান পিস’ শিরোনামের নাটকটি ব্যাপক প্রশংসিত হয়েছে। তার অভিনয়ের শুরুটা নিজরই গানের মিউজিক ভিডিওর মাধ্যমে। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদকে কেন্দ্র করে নির্মিত ‘শাদি মোবারক’ নামের নাটকটিতে অভিনয় করেছেন তিনি।
হাঙ্গামা/সানজানা