Nuton : মনের ব্যথা আল্লাহকে বলো: ওমর সানীকে নূতন

মনের ব্যথা আল্লাহকে বলো: ওমর সানীকে নূতন
মনের ব্যথা আল্লাহকে বলো: ওমর সানীকে নূতন

মনের ব্যথা আল্লাহকে বলো: ওমর সানীকে নূতন


দাম্পত্য জীবন নিয়ে অশান্তিতে আছেন ঢাকাই সিনেমার একসময়ের সুপারস্টার ওমর সানী। সিনেমা পাড়ায় গুঞ্জন উঠেছে ওমর সানী-মৌসুমীর সংসারে নাকি ভাঙ্গনের সুর! এর নেপথ্যে রয়েছে বিতর্কিত নায়ক জায়েদ খান। তার বিরুদ্ধে চিত্রনায়িকা মৌসুমীকে ডিস্টার্ব করা, অসম্মান করে কথা বলা এবং সংসার ভাঙ্গার অভিযোগ তুলেছেন ওমর সানী নিজেই।

এসব অভিযোগ তুলে সানী কষে চড় মেরেছেন জায়েদকে। এতে ক্ষিপ্ত হয়ে পিস্তল বের করে হত্যার হুমকি দেয় জায়েদ খান। এ ঘটনার কথা ওমর সানী নিজেই জানিয়েছেন। কিন্তু জায়েদ এ ঘটনা এবং সকল অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন। এমন ঘটনায় যখন ঢাকাই সিনেমা অঙ্গনে তোলপার, সেসময় মৌসুমীর অডিও বার্তায় যেনো সব এলোমেলো হয়ে গেলো। 

মৌসুমী অডিও বার্তায় জানিয়েছেন, জায়েদ তার ছোট ভাইয়ের মতো। সে তাকে বিরক্ত কিংবা, অসম্মান করেনি। ওমর সানী সব এক তরফা বলছেন বলেও দাবী করেছেন এই নায়িকা। স্বামীর বিরুদ্ধে হঠাৎ এমন কথা বলায় তাদের পারিবারিক অশান্তির বিষয়টি সামনে চলে আসে। এতে মানসিকভাবেও বিপর্যস্থ হয়ে পড়েছেন ওমর সানী। এসময় এই নায়ককে ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন নন্দিত চিত্রনায়িকা নূতন। ‘‘মনের ব্যথা মানুষকে না বলে আল্লাহকে বলতে’ বলেছেন এই অভিনেত্রী।

মৌসুমীকে কেন্দ্র করে ওমর সানী ও জায়েদ খানের মধ্যে চলমান দ্বন্দ্ব প্রসঙ্গে এই পরামর্শ দেন তিনি। সামাজিক মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন চিত্রনায়িকা নূতন। ওমর সানীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘‘ঝড় থেমে যাবে! থামতে বাধ্য! যাকে বলে প্রকৃতির নিয়ম, ওমর সানী। খারাপ সময়টা পার করবার জন্য নীরব থাকা ভালো! মানুষ সুযোগ নেয়! সুযোগ চায়! যে বলার যোগ্য সেও বলে যে যোগ্য না সেও বলে, অনেকে বলে মজা পায়, আবার কেহ বলতে হবে তাই বলে। সুযোগ দেয়া যাবে না। একদম না।’’

তিনি আরো লেখেন, ‘‘নিজেদের স্বার্থে ও সন্তানদের ভবিষ্যতের সম্মানের কথা ভেবে চুপ থাকো, পরে সমস্যা সমাধান হবে তবে এসব কথা (পারিবারিক সমস্যা, বদনাম, অপমান, তামাশা) থেকে যাবে যার সমাধান নেই। জীবনে সমস্যা না থাকলে তা জীবন না, সমস্যা থাকাই জীবন, আমাদের শিল্পীদের অনেক কিছু মুখ বুঝে সহ্য করে, সয়ে থেকেই বেঁচে থাকতে হয়। প্রয়োজনে নিজে হেরে গিয়ে অন্যজনকে জিতানোর স্বাদ দিতে হয়।’’

ওমর সানীকে নূতন আরো বলেন, ‘‘যে ব্যথা পায় তার জন্য ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষায় থাকে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বিচক্ষণতার পরিচয় দাও নীরবতাকে আল্লাহ পছন্দ করে। ভালো থাকো, নামাজ পড়, আল্লাহকে ডাকো। মনের ব্যথা মানুষকে না বলে আল্লাহ কে বলো। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের আমি এমন দেখতে চাই। তোমরা ভালো দম্পতি- এই উদাহরণ হও, বদনামের উদাহরণ হতে যেও না।’’

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url