Jaya Ahsan : ‘সাহস থাকলে সামনে এসে বলুন’

‘সাহস থাকলে সামনে এসে বলুন’
Jaya Ahsan - জয়া আহসান


সাহস থাকলে সামনে এসে বলুন : জয়া আহসান


ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয়গুনে বর্তমানে তিনি দুই বাংলায়ই সমানতালে জনপ্রিয়। সামাজিক মাধ্যমেও সরব এই অভিনেত্রী। গেরিলা'খ্যাত এই তারকার ভক্তের সংখ্যা যেমন পাহাড়সমান, তেমনি রয়েছে সমালোচকও। এবার সেই সমালোচকদের উপর চটলেন জয়া। বললেন, ‘‘যা বলার, সাহস থাকলে সামনে এসে বলুন। সরাসরি কিছু বলতে গেলে সাহসের প্রয়োজন। সবার সেই সাহসটা নেই।’’

সম্প্রতি ভিন্ন ডিজাইনের পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন জয়া আহসান। তাকে নিয়ে নিন্দুকেরা রিতীমতো সাইবার বুলিং ও ট্রল শুরু করে দিয়েছে। তাদের উদ্দেশ্যে এই অভিনেত্রী বলেছেন, ‘‘যদি কেউ চেহারা লুকিয়ে মন্তব্য করে তবে সেই মন্তব্যের দাম দিই না আমি। কারো যদি সাহস থাকে তাহলে তিনি সামনে এসে মুখোমুখি হয়ে আমার সমালোচনা করুক।’’

একটি সংবাদমাধ্যম সাক্ষাৎকার দেয়ার সময় এমন মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে জয়া আরো বলেন, ‘‘এসব অশালীন মন্তব্য নিয়ে বেশি ভাবি না। এসব আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যারা এসব মন্তব্য করে বেড়ায় তারা নিজেরাই আসলে নিজেদের নেতিবাচক মানসিকতা সবার সামনে প্রকাশ করে ফেলেন।’’ 

উল্লেখ্য, আগামী ২৪ জুন ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘ঝরা পালক’। সায়ন্তন মুখার্জি পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ও সাংসদ ব্রাত্য বসু। কবি জীবনানন্দ দাশের অজানা গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় কবির স্ত্রী লাবণ্যপ্রভার চরিত্রে অভিনয় করেছেন জয়া। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই বাংলার নন্দিত এই অভিনেত্রী।

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url