Fardin Ehsan Shadin : জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা

জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা
জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা

জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা


গেলো ১০ জুন অনুষ্ঠিত হল ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ডিপজলের বড় ছেলের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে আমন্ত্রিত হয়ে দ্বন্দ্বে জড়ান একসময়ের ঢালিউড সুপারস্টার ওমর সানী ও বর্তমান সময়ের বহুল বিতর্কিত নায়ক জায়েদ খান। ওমর সানী দাবি করেছেন, অনুষ্ঠানে গিয়ে তিনি মৌসুমীকে বিরক্ত করার অভিযোগে জায়েদকে চড় মেরেছেন। এতে ক্ষিপ্ত হয়ে জায়েদ পিস্তল বের করে গুলি করার হুমকি দিয়েছেন তাকে।

জায়েদ খান চড় ও পিস্তল বের করার ঘটনাকে সম্পূর্ণ অস্বীকার করে মিথ্যা বলে দাবি করেছেন। অভিনেতা ডিপজলও ওমর সানীর দাবিকে অস্বীকার করেছেন। এমন ঘটনাকে কেন্দ্র করে দুদিন ধরে উত্তাল ঢালিউড। চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে আলোচনা সমালোচনায় মুখর সামাজিক মাধ্যম। এরমধ্যেই ১৩ জুন সংবাদমাধ্যমে একটি অডিও বার্তা পাঠিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে তিনি জায়েদের পক্ষ নিয়ে বলেছেন, "জায়েদ ভালো ছেলে, সে আমাকে কোনো অসম্মান করেনি। ওমর সানীকে এক তরফা বলছেন।"

মৌসুমীর এমন বক্তব্যের জেরে জোড়ালো হয়েছে ওমর সানী-মৌসুমীর সংসার ভাঙ্গনের প্রসঙ্গ। তাদের আলাদা আলাদা বক্তব্যে অনেকটাই স্পষ্ট যে,  দুই যুগ পেরোনো এই তারকা দম্পতির সংসারেও ফাটল ধরেছে। মৌসুমীর এমন বক্তব্যে ওমর সানী-জায়েদ দ্বন্দ্ব যখন নতুন মোড়ে, তখন প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন মৌসুমী ও ওমর সানীর ছেলে ফারদিন এহসান স্বাধীন। তিনি বলেন, "জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা, আর জায়েদ খানকে এত গুরুত্বও দিচ্ছি না।"

ফারদিন বলেন, জায়েদ খান তো শুধু আমার আম্মু না, কম-বেশি সবাইকে ডিস্টার্ব করেন। আমি জানি বিষয়গুলো, কিন্তু পাবলিকলি সব বলবোও না। তবে উনাকে এত গুরুত্বও দিচ্ছি না। তবে উনাকে নিয়ে চিন্তায় পড়ে যাবো এমন না। জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা। তাই উনাকে নিয়ে ভাবছি না।

তিনি আরও বলেন, জায়েদ খান আমার আব্বুর সঙ্গে বেয়াদবি করেছেন, আম্মুর সঙ্গেও করেছেন। আম্মু ভেবেছেন, বিষয়টা সিম্পল ম্যাটার, এটা ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমরা নিজেরাই সলভ করব। কিন্তু এটা এত বড় হয়ে যাবে ভাবেননি। কয়েক জায়গায় দেখলাম আম্মু নাকি বলেছেন, মিথ্যাচারে জড়াচ্ছেন ওমর সানী। এটা আসলে ঠিক না। আম্মু যদি কোথাও স্টেটমেন্ট দেন, আমি বলব, এটা ঠিক না। আসলে এটা পরিস্থিতি ঠান্ডা করার জন্যই বলেছেন। আম্মু আমার সঙ্গে কথাও বলেছেন। তিনিও চান না পত্রিকায়-টিভিতে এসব নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশ হোক।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়ক ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী। এরপর কেটে গেল দীর্ঘ ২৬ বছর। এতোদিনে তাদের সংসারে এসেছেন ছেলে ফারদিন এহসান স্বাধীন ও মেয়ে ফাইজা। ঢাকাই সিনেমার তারকা দম্পতিদের মধ্যে অন্যতম জনপ্রিয় দম্পতি ওমর সানী ও মৌসুমী। তাদেরকে অনেকেই আইকনিক জুটি হিসেবেও মনে করেন। 

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url