গান গাইতে গিয়ে মঞ্চেই মারা গেলেন গায়ক!
মঞ্চেই মারা গেলেন গায়ক! |
গান গাইতে গিয়ে মঞ্চেই মারা গেলেন গায়ক!
বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করতে গিয়ে অনেকবার অনেক শিল্পীই মারা গেছেন। এবার এমনই ঘটনা ঘটলো ভারতের ভারতের কেরালা প্রদেশের তিরুবনন্তপুরম জেলায়। সেখানের এক মঞ্চে গান গাইতে গিয়েই মারা গেলেন গায়ক!
গত ২৮ মে (শনিবার) রাতে অনুষ্ঠিত হচ্ছিল আলাপুঝা জেলার ব্লু ডায়মন্ড অর্কেস্ট্রায় সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন। সে অনুষ্ঠানে কনসার্টের আয়োজনও করা হয়েছিলো। সেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন মালায়লামের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার এদাভা বসির। সেই মঞ্চেই গান পরিবেশন করছিলেন তিনি।
একের পর এক জনপ্রিয় গান দিয়ে মাতিয়ে রেখেছিলেন আগত দর্শক-শ্রোতাদের। আরো বেশ কিছু গান করার কথা ছিলো তার। কিন্তু তিনি তা শেষ করতে পারেননি। এর আগেই গান গাইতে গাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। পারফর্ম চলাকালিন সময়েই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে স্টেজে লুটিয়ে পড়েন এদাভা বসির।
এরপর সেখান থেকে তাকে দ্রুত স্থানীয় হাসপাতপালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন ৭৮ বছর বয়সি এই শিল্পী।
এদাভা বসির অসংখ্য মালায়লাম সিনেমার গানে কন্ঠ দিয়েছেন। এ ছাড়াও কেরালার অসংখ্য জনপ্রিয় গান তারই গাওয়া। সেখানের গণমেলায়ও গান গাইতেন তিনি। তার এমন মৃত্যুতে ভারতের দক্ষিণী সংগীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে কেরালা ও মালায়লামসহ বেশ কয়েকটি প্রদেশের সংগীতজ্ঞরা শোক প্রকাশ করেছেন।
হাঙ্গামা/অভিজিৎ