Ratna Kabir Sweety : আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে

Ratna Kabir Sweety - রত্না কবির সুইটি
Ratna Kabir Sweety - রত্না কবির সুইটি

আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে : রত্না


ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রত্না কবির সুইটি। যখন তিনি সপ্তম শ্রেণিতে পড়েন তখনি নাম লেখান সিনেমায়। ২০০২ সালে ‘কেন ভালোবাসলাম’ শিরোনামের চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। সেলিম আজম পরিচালিত এ সিনেমায় তিনি অভিনয় করেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে।

এরপরই কাজী হায়াতের আলোচিত সিনেমা ‘ইতিহাস’এ অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন তিনি। এ সিনেমায় নবাগত কাজী মারুফের নায়িকা হিসেবে অভিনয় করেন রত্না। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। 

তবে সেসময় বেশিদিন নিয়মিত ছিলেন না রত্না। ঢালিউডে অশ্লীলতার প্রবণতা বেড়ে যাওয়ায় তেমন কোনো সিনেমায় আর দেখা যায়নি এই নায়িকাকে। সর্বশেষ গত চার বছর আগে ‘টাইম মেশিন’ নামের একটি সিনেমায় দেখা গিয়েছিল ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকাকে। এরপর পর্দা থেকে প্রায় গায়েব হয়ে যান। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর নির্বাচনে নিয়মিতই দেখা গেছে তাকে। 

হঠাৎ করেই আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন রত্না। জানা গেছে নতুন একটি সিনেমায় অভিনয় করছেন রত্না। মোসাদ্দেক রহমান ফাগুন পরিচালিত সিনেমাটির নাম ‘কিশোর গ্যাংস্টার’। এ ছবিতে রত্নার বিপরীতে দেখা যাবে নবাগত এক নায়ককে। তবে এতোদিন কেন তাকে সিনেমার পর্দায় দেখা যায়নি? কেন এই দীর্ঘ চার বছরের বিরতি? 

এমন প্রশ্নের উত্তর জানতে যোগাযোগ করা হয় রত্নার সঙ্গে। এর উত্তরে জানান, তিনি সিনেমায় কাজ করতে গিয়ে প্রতারিত হয়েছেন। আর সেজন্যই অভিমান করে মুখ ফিরিয়ে নিয়েছিলেন সিনেমাজগত থেকে। তবে এবার আটঘাট বেধে নেমেছেন, যেন আর প্রতারিত না হন। 

দীর্ঘ চার বছর পর পর্দায় ফেরার প্রসঙ্গে রত্না বলেন, ‘‘আমি যদি বেকার পড়েও থাকতাম, ভালো গল্প না পেলে ফিরতাম না। আর এ কারণেই বিরতি নিয়েছিলাম। সিনেমা থেকে এতাদিন দূরে থাকার বড় একটা কারণ হলো, এর মাঝে আমি ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছিলাম।’’

‘‘শুধু একটি নয়, দুই-তিনটা সিনেমায় কাজ করতে গিয়ে আমার সঙ্গে এমনটা হয়েছিল। আমি যে চরিত্রে অভিনয় করেছি, আমাকে যেভাবে পর্দায় থাকার কথা ছিল, কিন্তু সিনেমা মুক্তির পর আমি তার উল্টোটা পাই। এমনকি পরে দেখি ছবির মান ও অন্যান্য পরিবেশ, অনেক কিছু বদলে গেছে। অডিয়েন্সের কাছে আমি লজ্জিত হয়েছি।’’

তবে আর প্রতারিত হবেন না তিনি। কেনো প্রতারিত হবেন না তা জানিয়ে এই নায়িকা বলেন, ‘‘এখন জেনেবুঝে কাজ করতে চাই। আমি আর কোনো ধরনের প্রতারণার শিকার হতে চাই না। আগে সহজ–সরল মনে পা বাড়াতাম, এখন অনেক সতর্ক হয়ে পা বাড়াব। কাজী হায়াত সাহেব, মোহাম্মাদ হান্নান সাহেবসহ ‌ভালো ভালো নির্মাতার সিনেমায় অভিনয় করে রত্না হয়েছি। কোনো বাজে কাজ আমি আর করব না।’’

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url