Raj Kundra : ফের শিল্পার স্বামী রাজ কুন্দ্রার নামে মামলা
রাজ কুন্দ্রার নামে মামলা |
ফের শিল্পার স্বামী রাজ কুন্দ্রার নামে মামলা
গত বছরের বেশিরভাগ সময় বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা। বিভিন্ন অভিনেত্রীকে নিয়ে পর্নোগ্রাফি ভিডিও নির্মাণ করার অভিযোগ উঠেছিলো তার বিরুদ্ধে। ২০২১ সালের জুলাই মাসে সেই অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ গ্রেফতার করে তাকে। এরপর কয়েকমাস জেল খাটতে হয়েছে রাজ কুন্দ্রাকে।
এমন ঘটনায় তিনি পরিণত হয়েছিলেন টক অব দ্যা কান্ট্রিতে। তার বিরুদ্ধে বেশ কয়েকজন আন্ডাররেটেড অভিনেত্রী অভিযোগ করেছিলেন। তারা জানিয়েছিলেন, রাজ কুন্দ্রা অবৈধভাবে তাদের অজান্তে অশ্লীল ভিডিও নির্মাণ করেছিলেন। এরপর সেই ভিডিও মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। এমন অভিযোগে রাজকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। এতে কয়েকমাস জেল খেটে জামিনে মুক্তি পান তিনি।
পর্নোগ্রাফির এ মামলায় তার বিরুদ্ধে আদালতে ১৫০০ পাতার একটি চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। অন্যদিকে, ২০২১ সালের নভেম্বরে রাজ এবং শিল্পার বিরুদ্ধে এক ব্যবসায়ী প্রতারণার অভিযোগ তুলেছিলেন। পুলিশের দপ্তরে নিতিন গড়াই নামের ঐ ব্যবসায়ী মামলাও দায়ের করেছিলেন।
নিতিন পুলিশকে জানিয়েছিলেন, কাসিফ খান নামের এক ব্যক্তি তার জিমনেশিয়াম ‘এসএফএল ফিটনেস’-এর সংস্থায় দেড় কোটি টাকা বিনিয়োগ করতে বলেন। এমন প্রস্তাবে রাজি হয়ে নিতিন বিনিয়োগও করেছিলেন। কাসিফের সঙ্গে শিল্পা শেঠী ও রাজ কুন্দ্রাও যুক্ত ছিলেন।
তিনি আরো জানান, কাসিফের প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিতিনকে একটি ফ্রাঞ্চাইজি খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কোনো প্রতিশ্রুতিই রাখেননি তারা। তাই বিনিয়োগ করা টাকা ফেরত চেয়েছিলেন নিতিন। কিন্তু তারা টাকা ফেরত না দিয়ে উল্টো প্রাণ নাশের হুমকি দেন।
এবার ফের অভিযোগ উঠেছে বলিউড তারকা শিল্পা শেঠীর স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এরমধ্যে তার এবং শিল্পা শেঠীর উপর নজরদারি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। তারা রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত থেকে বেআইনি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে। গত ১৯ মে (বৃহস্পতিবার) মামলাটি দায়ের করে ইডি। বিভিন্ন সূত্রে জানা গেছে, খুব দ্রুতই গ্রেফতার হতে পারেন রাজ কুন্দ্রা।
হাঙ্গামা/অভিজিৎ