Ketki Chital : বিতর্কিত অভিনেত্রীকে গ্রেফতার

বিতর্কিত অভিনেত্রীকে গ্রেফতার
বিতর্কিত অভিনেত্রীকে গ্রেফতার

বিতর্কিত অভিনেত্রীকে গ্রেফতার


বলিউডে কদিন পরপরই বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে। আর এতে বিতর্কিত হচ্ছেন অনেক অভিনেত্রীই। এবার সে তালিকায় নাম উঠলো মারাঠি অভিনেত্রী কেতকী চিতালের। এমনকি বিতর্কের জেরে গ্রেফতারও হতে হলো এই অভিনেত্রীকে।

ভারতের মহারাষ্ট্রের আলোচিত রাজনীতিবিদ শরদ পওয়ার। ভারতের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান তিনি। সম্প্রতি তাকে অপমান করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন কেতকী চিতাল। আর এ কারণে মহারাষ্ট্র পুলিশ তাকে গ্রেফতার করেছে। এরপর জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির কর্মী ও সমর্থকরা কেতকীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

পুলিশের সূত্রে জানা গিয়েছে, কেতকী চিতাল ১৩ মে ফেসবুকে শরদ পওয়ারকে অপমান করে পোস্ট করেছিলেন। এ কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি। এই অভিযোগের ভিত্তিতে গত ১৪ মে (শনিবার) মুম্বাই থেকে তাকে গ্রেফতার করা হয়।

তারা জানান, কেতকি চিতাল পোষ্টটি নিজে করেননি। অন্য এক ব্যক্তির লেখা মারাঠি ভাষার সেই পোস্টটি তিনি গত শুক্রবার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে শেয়ার করেছেন। আর এতেই তিনি বিতর্কে জড়িয়ে পরেন। তাই তার বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু মূল পোষ্টদাতার বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। কেতকী চিতালের শেয়ার করা পোস্টে কারও নাম সরাসরি ব্যবহার করা হয়নি। তবে ‘পাওয়ার’ পদবি এবং নেতার বয়স ৮০ বলে উল্লেখ করা হয়। 

কিন্তু শারদ পাওয়ারের বয়স বর্তমানে ৮১ বছর। এরপরেও পার্টির নেতাদের ধারণা ঐ পোস্টটিতে শরদ পাওয়ারকেই কটাক্ষ করা হয়েছে। বিতর্কিত এই পোস্টের বেশ কয়েকটি স্থানে লেখা ছিলো, ‘নরক আপনার অপেক্ষায়’। ‘আপনি ব্রাহ্মণদের ঘৃণা করেন’-এর মতো আপত্তিকর লাইনও ছিল সেখানে। আর এতেই ফুসে উঠেছে উক্ত পার্টির সমর্থকরা।

হাঙ্গামা/অভিজিৎ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url