Dev : অস্কার জিতলেন দেব!
অস্কার জিতলেন দেব! |
অস্কার জিতলেন দেব!
টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা দেব। সামাজিক মাধ্যমেও সরব তিনি। সামাজিক কর্মকান্ড ও সিনেমা দুনিয়ার নিয়মিত আপডেট শেয়ার করেন ভক্তদের সাথে। সম্প্রতি তার একটি পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত ৩০ এপ্রিল ব্যাক্তিগত ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে অস্কার জয়ের কথা লিখেছেন এই সাংসদ অভিনেতা। এরপরই তার ঐ পোস্ট নিয়ে চারিদিকে সোরগোল পড়ে যায়।
সম্প্রতি মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষিত সিনেমা ‘কিশমিশ’। এই সিনেমাটি অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন দেব। আর এই সিনেমার জন্যই নাকি তার হতে এসেছে সিনেমা দুনিয়ার সবথেকে বড় পুরষ্কার অস্কার অ্যাওয়ার্ড! কথাটি দেখে সবাই প্রথমে অবাক হয়েছেন!
গত ২৯ এপ্রিল (শুক্রবার) পরিবারের সবাইকে নিয়ে ‘কিশমিশ’ দেখতে যান দেব। সিনেমাটি দেখার পর দেবের বাবা জানিয়েছেন তার মনের কথা। এই নায়কের মতে, তার বাবার দেয়া রিভিউটাই ছিলো সেরা রিভিউ। ‘কিশমিশ’ দেখে দেবের বাবা একটি চিঠি লেখেন। সেই চিঠির একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দেব। ক্যাপশনে লেখা হয়েছে, ‘কিশমিশ সুপার ডুপার হিট’।
এ প্রসঙ্গে দেব লিখেছেন, আমার ৩৯ বছরের জীবনে আজ পর্যন্ত আমার বাবা আমাকে একটি চিঠিও লেখেনি। প্রতিটা সিনেমার মতো আজকেও আমার বাবা এবং আমার পরিবার এসেছিল ‘কিশমিশ’ দেখতে। সিনেমা শেষ হওয়ার পর ব্যস্ততার কারণে বাবার কাছে জানতে পারিনি কেমন লেগেছে সিনেমাটা। সবশেষে যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম দরজার বাইরে বাবা লিখেছে ‘কিশমিশ সুপার ডুপার হিট…’।
এই সাংসদ অভিনেতা আরও লেখেন, আজকে যেন মনে হল বাবাকে জীবনে প্রথমবার গর্ববোধ করাতে পারলাম। ‘কিশমিশ’ আপনাদের কতোটা ভালো লাগবে তা আমার জানা নেই। কিন্তু, আজকের দিনের এই অনুভূতিটা আমার কাছে ‘কিশমিশ’-এর মতো মিষ্টি হয়ে থাকবে সারাজীবন। সিনেমার ভাষায় আজ যেন অস্কার পেলাম।
‘কিশমিশ’ শিরোনামের এই সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা রাহুল মুখোপাধ্যায়। এডিট নির্মাতার প্রথম সিনেমা। এতে দেবের বিপরীতে অভিনয় করেছেন তারই প্রেমিকা রুক্মিণী মৈত্র।
হাঙ্গামা/প্রিয়াঙ্কা