Aparajita : নায়িকা হতে গিয়ে নোংরা অভিজ্ঞতা অপরাজিতার
Aparajita Auddy |
নায়িকা হতে গিয়ে নোংরা অভিজ্ঞতা অপরাজিতার
বেশ অনেক বছর ধরেই অভিনয় জগতে জনপ্রিয় মুখ অপরাজিতা আঢ্য। ভারতের পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। স্কুল জীবনেই পা রাখেন অভিনয়ে। সেই থেকে ভারী চেহারার জন্য সর্বত্র কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। এমন লুকের কারণে কখনো তাকে নায়িকার চরিত্রে সুযোগ দেয়া হতো না। তবে অনেকসময় নায়িকা হিসেবে অভিনয়ের জন্য বড় পর্দায় ডাক পেয়েছেন অপরাজিতা। কিন্তু সে ডাকে সারা দিতে গিয়ে বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে।
এমন অভিজ্ঞতার কথা তিনি নিজেই প্রকাশ করেছেন। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে সেই তথ্য সামনে আনেন অপরাজিতা। এই অভিনেত্রী সেই অনুষ্ঠানে স্বভাব সুলভ হাসি দিয়ে বলেন, ‘‘অনেক নায়কই আমাকে কটাক্ষ করে বলেছে - নায়িকাতো আর হতে পারলি না। এবার তো আমার মায়ের চরিত্রে অভিনয় করবি!’’
তিনি বলেন, ‘‘ক্যারিয়ারের শুরুতে নায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পেয়েছি। সাথে বিছানায় যাওয়ার প্রস্তাবও পেয়েছি। প্রোযোজকেরা সুযোগ পেলেই কুপ্রস্তাব দিতো। তাদের ঘনিষ্ঠরা সরাসরি আমাকে ডেকে বলেছে - এই চরিত্রটা তুমিই করবে। কিন্তু প্রযোজক তোমার সঙ্গে আলাদা জায়গায় দেখা করতে চেয়েছেন। তুমি তাকে খুশি করতে পারলেই এই চরিত্র তুমি পাবে।’’
এমন নোংরা অভিজ্ঞতার মুখোমুখি হয়ে অপরাজিতা সিদ্ধান্ত নেন তিনি আর বড় পর্দায় কাজ করবেন না। ছোট পর্দাতেই নিজের প্রতিভাকে মেলে ধরবেন তিনি। এর কারণ হিসেবে তিনি বলেছেন - ‘‘ছোট পর্দার কেউ কখনো এমন আপত্তিকর প্রস্তাব দেয়নি। এখানের প্রযোজক, পরিচালকেরা যখন বড় পর্দায় সিনেমা বানাতে শুরু করেছেন তখন সিনেমার পরিবেশটা বদলেছে। তখন আমিও বেশ অনেকগুলো সিনেমায় কাজ করেছি।’’
জনপ্রিয় সিনেমা ‘বেলাশেষে’-তে অভিনয় করা প্রসঙ্গে অপরাজিতা বলেন, সেসময় ছোট পর্দার কাজ নিয়ে প্রচুর ব্যস্ত আমি। শুরুতে এ সিনেমায় আমি অভিনয়ই করতে চাইনি। এই সিনেমার প্রযোজক অতনু রায় চৌধুরী অনুরোধ করে আমাকে রাজি করান।’’
প্রসঙ্গত, উইন্ডোজ প্রোডাকশন নির্মিত ‘প্রাক্তন’ চলচ্চিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী ‘মালিনী’র ভূমিকায় অভিনয় করেছেন অপরাজিতা। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্তকেও দেখা গেছে। তবে অপরাজিতার অভিনয় বেশি প্রশংসিত হয়। তিনি এ চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন।
উল্লেখ্য, আগামী ২০ মে মুক্তি পেতে যাচ্ছে নন্দিতা রায় এবং শিবোপ্রসাদ মুখার্জি পরিচালিত ‘বেলাশুরু’। এই সিনেমাটিতেও অন্যতম ভূমিকায় দেখা যাবে অপরাজিতাকে। এতে আরো অভিনয় করেছেন সৌমিত্র চ্যাটার্জী, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়সহ অনেকে।
হাঙ্গামা/প্রিয়াঙ্কা