Actress Death : পাঁচ দিনে ৪ অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু!

পাঁচ দিনে ৪ অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু!
পাঁচ দিনে ৪ অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু

পাঁচ দিনে ৪ অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু! 


ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে চলছে শোকের মিছিল। একের পর এক ঘটছে রহস্যজনক মৃত্যু। যেনো বেড়েই চলেছে ভারতীয় তারকাদের অপমৃত্যুর তালিকা। এরমধ্যে মাত্র পাঁচ দিনের ব্যবধানে চার অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু তৈরি করেছে নতুন আতঙ্ক। এর মধ্যে তিনজন আলোচিত অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। আরেক অভিনেত্রী ওজন কমাতে অস্ত্রোপচার করতে গিয়ে মর্মান্তিকভাবে মারা গেলেন। 

এর শুরুটা হয়েছিলো গত ১৩ মে (শুক্রবার)। ঐদিন কেরালার মডেল এবং মালায়লাম অভিনেত্রী সাহানার ঝুলন্ত দেহ তার নিজস্ব ফ্ল্যাট থেকে উদ্ধার করে কেরালার পুলিশ। এই অভিনেত্রীর পরিবার দাবি করেছে, সাহানা আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে। তাদের অভিযোগের তীর সাহানার স্বামী সাজ্জাদের দিকে।

সাহানার বাবা-মা জানিয়েচেন, সাজ্জাদ সাহানাকে নিয়মিত টাকা চেয়ে নির্যাতন করতেন। টাকা না দিলে মদ্যপ অবস্থায় অশান্তি, ঝামেলা করতো। সাজ্জাদ প্রায়ই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন। তারা পুলিশের কাছে সাজ্জাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সেই ভিত্তিতে পুলিশ তাকে আটক করেছে। 

এই ঘটনার একদিন পর অর্থাৎ ১৫ মে (রোববার) কলকাতার ভাড়া ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দের মরদেহ। পুলিশ প্রাতমিকভাবে এটি আত্মহত্যা বললেও অভিনেত্রীর পরিবার বলছেন, তাকে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে তার প্রেমিক সাগ্নিককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

এরপরদিন (১৬ মে) আরেকটি মর্মান্তিক মৃত্যুর ঘটনার মুখোমুখি হতে হলো ভারতবাসীকে। অস্ত্রোপচার করে মেদ কমাতে গিয়ে ঐদিন মারা গেছেন কন্নড় অভিনেত্রী চেতনা রাজ। ২১ বছর বয়সী এই অভিনেত্রীর ফ্যাট সার্জারির সময় তার ফুসফুসে পানি জমে যায়, এতে তার অবস্থার অবনতি হয়ে মৃত্যু ঘটে।  

সর্বশেষ এ তালিকায় যুক্ত হয় দক্ষিণী ইন্ডাস্ট্রির আরেক অভিনেত্রী শেরিন সেলিন ম্যাথিউর নাম। ২৬ বছর বয়সী এই রুপান্তরিত নারী অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় তার নিজের ভাড়া করা ফ্ল্যাট থেকেই। ১৭ মে (মঙ্গলবার) সকালে তার ফ্ল্যাটমেটরা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাদের কাছ থেকে জানা যায়, বেশকিছুদিন ধরে বন্ধুদের সঙ্গে মনমালিন্য চলছিল তার। এ কারণে বিষন্নতায় ভুগছিল শেরিন।

হাঙ্গামা/প্রিয়াঙ্কা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url