Actress Death : দুই অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দুই অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার |
দুই অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিনিয়ত মৃত্যুর খবরে ভারতের ইন্ডাস্ট্রি শোকবিহবল। বিভিন্ন দূর্ঘটনায় প্রায়ই শোনা যায় তারকাদের মৃত্যুর খবর। তবে সব থেকে বেশি যে ঘটনা ঘটে, সেটা হলো আত্মহত্যা। তবে এসব নিয়েও বিতর্ক থাকে। আত্মহত্যা নাকি হত্যা তা বেশিরভাগ সময়ই থাকে ধোয়াশায়। প্রতিনিয়তর এমনই দুঃসংবাদের মধ্যে ফের মৃত্যুর ঘটনা ঘটলো ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে। এবার দুই অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করলো পুলিশ প্রশাসন।
পরপর দুদিন দুই জনপ্রিয় অভিনেত্রীর লাশ উদ্ধার হলো। গত ১৩ মে (শুক্রবার) কোঝিকোড়ের নিজস্ব ফ্ল্যাট থেকে কেরালার মডেল এবং মালায়লাম অভিনেত্রী সাহানার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এর একদিন আগেই ১২ই মে ছিলো এই অভিনেত্রীর জন্মদিন। মহা ধুমধাম করে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন নিয়ে ২২তম জন্মদিন পালন করেছিলেন সাহানা।
কিন্তু জন্মদিনের পরদিনই এমন ঘটনা ঘটলো। এতে শোকবিহবল হয়ে পড়েছেন তার বাবা মা। তারা দাবি করেছেন, সাহানা আত্মহত্যা করেননি, বরং তাকে খুন করা হয়েছে। তাদের মেয়ের সাথে কারো শত্রুতা ছিলো কিনা, তা তারা স্পষ্ট বলতে পারেননি। তবে তাদের অভিযোগের তীর সাহানার স্বামী সাজ্জাদের দিকে।
তাদের অভিযোগ, সাহানাকে তার স্বামী সাজ্জাদ নিয়মিত নির্যাতন করতেন। সাহানার থেকে টাকা চাইতেন। টাকা না দিলেই মদ্যপ অবস্থায় অশান্তি, ঝামেলা করতো। সাজ্জাদ প্রায়ই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন। তারা পুলিশের কাছে সাজ্জাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সেই ভিত্তিতে পুলিশ তাকে আটক করেছে।
সাহানার পরিবারের মারফতে আরো জানা গেছে, কেরালার কোঝিকোড়ে নিজ বাড়িতে থাকতেন সাহানা। সেখান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে সাহানার মৃত্যুর একদিন পরেই টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৫ মে রোববার সকালে গড়ফার একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, ওই ফ্ল্যাটে প্রেমিকের সঙ্গে থাকতেন পল্লবী। মৃত্যুর ঘণ্টাখানেক আগেও সোশ্যাল মিডিয়া সক্রিয় ছিলেন এই অভিনেত্রী।
১৫ মে সকালে গড়ফার কে পি রায় লেনের ফ্ল্যাটে পল্লবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার প্রেমিক। এরপর সাথে সাথে পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিনেত্রীর এমন অপমৃত্যুতে মামলা দায়ের করেছে গড়ফা থানার পুলিশ।
মৃত্যুর নির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে, পল্লবীর মৃত্যুর কারণ জানা যেতে পারে। বিভিন্ন মাধ্রমে জানা গেছে, গড়ফার এই ফ্ল্যাটটি গত ২৪ এপ্রিল ভাড়া নেন পল্লবী। সেখানে তার প্রেমিকের সঙ্গেই থাকতেন তিনি। ঘটনাস্থল থেকে কোনও রকম সুইসাইড নোট পাওয়া যায়নি।
হাঙ্গামা/প্রিয়াঙ্কা