ওজন কমাতে গিয়ে মরেই গেলেন নায়িকা

চেতনা রাজ
চেতনা রাজ

ওজন কমাতে গিয়ে মরেই গেলেন নায়িকা


ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির তরুণ অভিনেত্রী চেতনা রাজ। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও ব্যপক পরিচিত। তিনি মূলত কন্নড় ভাষার চলচ্চিত্রে অভিনয় করতেন। ক্যারিয়ার শুরুর অল্প কদিনেই জনপ্রিয়তা অর্জন করে নেন তিনি। তবে সুপার স্লিম অভিনেত্রীদের সাথে ঠিক পাল্লা দিয়ে এগোতে পারছিলেন না। 

কারণ দিন দিন তার মেদ বেড়ে যাচ্ছিলো। ভারী হয়ে যাচ্ছিল তার শরীর। ওজন কমানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন চেতনা। কিন্তু এই ওজন কমাতে গিয়েই মারা গেলেন কন্নড়ের জনপ্রিয় এই তরুণ অভিনেত্রী। গত ১৬ মে (সোমবার) হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাত্র ২১ বছর বয়সী এই অভিনেত্রী নিজের ওজন কমাতে প্রথমে বিভিন্ন ডায়েট চার্ট ফলো করেছিলেন। তাতেও সন্তুষ্ট হননি তিনি্। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে নিজের অতিরিক্ত মেদ কমাতে চেয়েছিলেন চেতনা। আর এতেই তার মৃত্যু হয়। কিন্তু তার পরিবার দাবি করেছেন চিকিৎসকের গাফিলতিতেই মারা গেছেন কন্নড়ের এই অভিনেত্রী।

হসপিটাল সূত্রে জানা যায়, চেতনা রাজ সোমবার সকালে ‘ফ্যাট ফ্রি’ অস্ত্রোপচারের জন্য বেঙ্গালুরুর শেঠি কসমেটিক হাসপাতালে ভর্তি হন। এরপর অপারেশনের সময় তার ফুসফুসে পানি জমে যায়। এতে আশঙ্কাজনক হয়ে পড়েন চেতনা। তাকে বাঁচাতে ঐদিন বিকেল চারটা পর্যন্ত সর্বচ্চ চেষ্টা করে চিকিৎসকেরা। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। আরো জানা যায়, এই অপারেশন বাবা-মাকে না জানিয়েই করতে এসেছিলেন চেতনা। এমনকি চিকিৎসকদেরও জানাতে নিষেধ করেছিলেন।

একমাত্র আদরের মেয়ের মৃত্যুর খবর শুনতে পেয়ে হাসপাতালে ছুটে যান বাবা-মা। সেখানে মেয়ের মৃতদেহ দেখে ভেঙে পড়েন তারা। চেতনার বাবা দাবি করেছেন, প্রয়োজনীয় সামগ্রী এবং পরিবারের সম্মতি না নিয়েই চিকিৎসক এই ফ্যাট অপসরণের অস্ত্রোপচার করেছেন। চিকিৎসকের ভুলের জন্যই তাদের সন্তানের মৃত্যু হয়েছে। এ বিষয়ে স্থানীয় একটি থানায় অভিযোগ দায়ের করেছেন তারা।

উল্লেখ্য, বেঙ্গালুরুর নর্থ তালুকে থাকেন চেতনার বাবা-মা। চেতনা বেচে থাকতে বেশকিছু টেলিভিশন ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করেছেন। কালারস কন্নড় টিভির ‘গীত’, ‘দোরাসানি’ এবং ‘লার্নিং স্টেশন’সহ বেশকিছু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এছাড়া তার অভিনীত ‘হাওয়াইয়ান’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

হাঙ্গামা/অভিজিৎ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url