Meher Afroz Shaon : পা ভাঙলো শাওনের

পা ভাঙলো শাওনের
পা ভাঙলো শাওনের

পা ভাঙলো শাওনের


বাংলাদেশের বহুল জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সেই আজ রবিবার অথবা শ্রাবণ মেঘের দিন সিনেমার উচ্ছল চঞ্চলরুপে যে শাওনকে সিনেমাপ্রেমিরা দেখেছিলো সই শাওন বাস্তব জীবনেও অনেক উচ্ছাসপূর্ণ চঞ্চলতায় ভরা। এই বয়সেও বাচ্চাদের মতোই ধৌড়-ঝাপ দিয়েই আনন্দ করেন তিনি। তবে এই আনন্দ তার জীবনে নিয়ে এলো দুঃসংবাদ।

পা মচকেছে শাওনের। পুরো একমাস থাকতে হবে বিছানায়। এমন দুঃসংবাদই দিলেন এই অভিনেত্রী। গত ২৭ এপ্রিল রাতে সামাজিক মাধ্যমে একটি স্ট্যটাস দিয়েছেন শাওন। ফেসবুকের সেই স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, দৌড় ঝাপ করতে গিয়ে পা মচকে গিয়েছে তার। এতে শ্যামলীর ট্রমা সেন্টারে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী একমাস থাকতে হবে শয্যাশায়ী।

ঐ পোস্টে তার ভাঙ্গা পায়ের একটি ব্যান্ডেজ করা ছবি আপলোড করে লিখেছেন, বাম পা-ই বা বাকি থাকবে কেন! দৌঁড়াতে দৌঁড়াতে এখন উড়তে চাও..? মজা বোঝো এখন- থাকো ৪ সপ্তাহ এভাবে… । এমন পোস্টে তার সহকর্মী ও ভক্তরা উৎকন্ঠা ও সমবেদনা প্রকাশ করেছেন। কমেন্ট বক্সে চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক লিখেছেন, দ্রুত সুস্থতা কামনা করছি, ফি আমানিল্লাহ। অভিনেত্রী তারিন লিখেছেন, কি শুরু হলো তোর? উফফ আর যেনো এমন না হয়! বাকরুদ্ধ, দ্রুত সুস্থ হয়ে ওঠ।

সাংসদ ও অভিনেত্রী সুবর্ণা মুস্তফা লিখেছেন, আবারো? অভিনেত্রী শ্রাবন্তী লিখেছেন, আল্লাহ... কেমনে কি করলি? কি করিস? খালি পা ভাঙ্গে কেনো? এটা একটা কথা? তারাতারি ঠিক হ। জানা গেছে, বাম পা মচকে যাওয়ার পর রাজধানীর ট্রমা সেন্টার অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে গিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সেখানে ডাক্তাররা তার পায়ে প্লাস্টার করে দিয়েছেন। 

এর আগে ২০২০ সালের ১৩ আগস্ট রাতে হোচট খেয়ে ডান পায়ে আঘাত পেয়েছিলেন এই অভিনেত্রী। পরে পরীক্ষা নিরিক্ষা করে জানতে পারেন, তার ডান পায়ের কনিষ্ঠা আঙুলের গোড়ায় ফ্র্যাকচার হয়েছে। এরপর শাওনের ডান পা প্লাস্টার করে দেন ডাক্তার। ওই সময়েও দীর্ঘ এক মাস পুরোপুরি শয্যাশায়ী ছিলেন তিনি।

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url