Hero Alom : অর্থ আত্মসাত করেছেন হিরো আলম; থানায় জিডি
অর্থ আত্মসাত করেছেন হিরো আলম; থানায় জিডি |
অর্থ আত্মসাত করেছেন হিরো আলম; থানায় জিডি
বগুড়ার যুবক আশরাফুল আলম সাঈদ। তবে এ নামে তাকে কেউ চেনেনা। তিনি ‘হিরো আলম’ নামে পরিচিত। ইউটিউবে ভিডিও বানিয়ে অল্প সময়েই পেয়েছেন সস্তা পরিচিতি। বিভিন্ন সময় কারণে-অকারণে বিভিন্ন প্রসঙ্গে মন্তব্য করে হয়েছেন সমালোচিত। এবার স্বঘোষিত এই নায়কের বিরুদ্ধে উঠেছে অর্থ আত্মসাতের অভিযোগ। এ অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আকাশ নিবির নামের এক ব্যাক্তি।
গত ৪ মার্চ (শুক্রবার) রাত ১০টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেন আকাশ। যার নাম্বার - ২২৩। অভিযোগ পত্রে বরাত দেওয়া হয়েছে হাতিরঝিল থানার এসআই এনামুল হককে।
জিডি সূত্রে জানা যায়, “অভিযোগকারী আকাশ নিবিরের সাথে আগে থেকেই পরিচিত ছিলেন ‘আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম’। সেই সুবাদে ডিপজলের বাড়িতে শুটিং চলমান অবস্থায় ৭ দিনের জন্য ৫০ হাজার টাকা ধার হিসেবে চান আলম। পরে তা ৭ দিন পার হয়ে ৪ মাসে এসে দাঁড়ালেও টাকা ফেরত দিচ্ছেন না তিনি। উল্টো টাকা ফেরত চাইতে গেলে বিবাদীকে ফোনে অকথ্য ভাষায় গালমন্দ ও বিভিন্ন হুমকি দিয়েছেন স্বঘোষিত এই নায়ক।”
জিডি প্রসঙ্গে হিরো আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এই জিডি মিথ্যা। আকাশ নিবির ভাইরাল হওয়ার জন্য আমার নামে থানায় অভিযোগ করেছে।”
সর্বশেষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে একটি গান প্রকাশ করেছেন হিরো আলম। যার কথা লিখেছিলেন এই আকাশ নিবির। এর আগে ভালোবাসা দিবস উপলক্ষে হিরো আলমের কাভার করা ‘টাইটানিক’ সিনেমার ‘মাই হার্ট উইল গো অন’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন তিনি।
হাঙ্গামা/অর্নব