Rozina : রোজিনাও ফিরছেন কাঞ্চনের কাছে?
রোজিনাও ফিরছেন কাঞ্চনের কাছে? |
রোজিনাও ফিরছেন কাঞ্চনের কাছে?
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শেষ হয়েছে গত ২৮ জানুয়ারি। তবে এর মধ্যে ২০ দিন পার হলেও ঠিক হয়নি কে বসবেন সাধারণ সম্পাদকের চেয়ারে। আদালতের হাতে এখন এই পদের ভাগ্য। এই একটি পদ নিয়ে প্রকাশ্যেই জটিলতায় জড়িয়েছে কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ প্যানেল দুটি। কদিন আগে শোনা গিয়েছিলো জায়েদ খান সাধারণ সম্পাদকের পদ না পেলে তার প্যানেল থেকে নির্বাচিত সবাই একে একে পদত্যাগ করবেন। এরমধ্যে কার্যনির্বাহী সদস্যপদে জয়ী হওয়া চিত্রনায়িকা রোজিনা ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
আরও পড়ুন : ৬৬ বছরে বউ হয়েছেন নায়িকা রোজিনা!
সেসময় সংবাদমাধ্যমকে রোজিনা বলেছিলেন, ‘‘আমি ব্যক্তিগত নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছি। এ কারণে সমিতিতে সময় দেওয়া সম্ভব হবে না। তাই পদত্যাগপত্র জমা দিতে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সমিতিতে যাই। তবে সেখানে কাউকে না পেয়ে পরে সমিতিতে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছি।’’
এবার মত পাল্টেছেন কালজয়ী এই নায়িকা। তিনি জানিয়েছেন, এই কমিটি থেকে আর পদত্যাগ করছেন না। দ্রুতই মেইলের মাধ্যমে পাঠানো পদত্যাগপত্র উইথড্র করবেন তিনি। এই নায়িকা বলেছেন, ‘‘আমি ১১ ফেব্রুয়ারি ইমেইলের মাধ্যমে পদত্যাগ পত্র পাঠিয়েছি। কিন্তু এখন পর্যন্ত শিল্পী সমিতি আমার পদত্যাগ পত্র গ্রহণ করেনি। ফলে এখনো আমি সমিতির কার্যনির্বাহী সদস্য পদেই আছি।’’
আরও পড়ুন : জায়েদকে ছেড়ে কাঞ্চনের কাছে ফিরলেন অঞ্জনা
কেন হুট করে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন? এ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘‘আমি একজন শিল্পী। খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি দেখে। সামান্য এ পদ নিয়ে মামলা পর্যন্ত হলো। এটা আমার পুরো অভিনয় জীবনে দেখিনি। আমি লজ্জায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে ডিপজল, আলীরাজ ভাইসহ কয়েকজন শিল্পী আমাকে বুঝিয়েছেন। তারা বলেছেন আমাকে আমার যোগ্য সম্মান দেওয়া হবে।’’
এর আগে মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত আরেক কার্যকরী সদস্য চিত্রনায়িকা অঞ্জনা ফিরেছেন ইলিয়াস কাঞ্চনের কাছে। তার প্যানেলের কেউ শপথ গ্রহণ না করলেও এই নায়িকা ১৬ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যায় এফডিসিতে এসে নব নির্বাচিত সভাপতির কাছ থেকে শপথবাক্য পাঠ করেন। এই ঘটনার প্রেক্ষিতে চারিদিকে গুঞ্জন উঠেছে, তাহলে কি রোজিনাও ভিরছেন ইলিয়াস কাঞ্চনের কাছে?
আরও পড়ুন : এবার পদত্যাগ করছেন নায়ক রুবেল
ইলিয়াস কাঞ্চন সভাপতি পদে শপথ নেওয়ার পরই সমিতির সংবিধানকে উদ্বৃতি করে জানিয়েছেন, পরপর তিনটি সভায় যদি কোনো নির্বাচিত সদস্য হাজির না হন তার সদস্যপদ বাতিল হবে। এরপরই রোজিনা পদত্যাগ না করার সিদ্ধান্ত জানিয়েছেন গণমাধ্যমে। তিনি বলেছেন, ‘‘সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকতে আমার কোনো সমস্যা নেই। আমি নতুন করে সিদ্ধান্ত নিয়েছি মেইল উইথ ড্র করব। পদত্যাগ করবো না আমি।’’
এদিকে নতুন করে একটি মিউজিক ভিডিওতে কাজ করছেন রোজিনা। মূলত আশির দশকের জনপ্রিয় সিনেমা ‘মানসী’র জনপ্রিয় ‘এ মন তোমাকে দিলাম’ শিরোনামের গানটিকে নতুন করে নির্মাণ করা হচ্ছে। সাদাকালো যুগের এই গানে অভিনয় করেছিলেন রোজিনা ও ওয়াসিম। সাবিনা ইয়াসমিনের গাওয়া এ গানটির জনপ্রিয়তা এখনোও কমেনি। তাই কালজয়ী এই গানের পুননির্মাণ করেছেন কোরিওগ্রাফার এডলফ খান। এর ভিডিওতে অভিনয় করেছেন রোজিনা।
হাঙ্গামা/সানজানা