Rozina : শিল্পী সমিতি থেকে রোজিনার পদত্যাগ

শিল্পী সমিতি থেকে রোজিনার পদত্যাগ
শিল্পী সমিতি থেকে রোজিনার পদত্যাগ 

শিল্পী সমিতি থেকে রোজিনার পদত্যাগ 


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্ক যেনো থামছেই না। এবার দুটি প্যানেল নির্বাচনে অংশ নেয়। সেখানে দুই প্যানেল থেকেই প্রায় সমান সংখ্যক প্রার্থী জয়ী হয়। কিন্তু সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ-নিপুণ জটিলতাকে কেন্দ্র করে একটি অপ্রকাশিত দ্বন্ধ যেনো দুই প্যানেলের প্রার্থিদের মাঝেই।


নির্বাচনের পর দুই প্যানেলের বিজয়ীরা একসাথে কাজ করবে এমন কথা বললেও ভিন্ন চিত্রের সূত্রপাত ঘটিয়েছিলো জায়েদ খান। ভোটের দুদিন পরই শুধু নিজের প্যানেলের নির্বাচিতদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায় যায়েদ। সে ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে উল্লেখ করেছিলো 'নব-নির্বাচিত শিল্পী সমিতি'। এখানেই শুরু হয় বিতর্ক। কারণ তাদের সাথে প্রতিদ্বন্ধি প্যানেলের কেউই ছিলেন না। এমনকি নব-নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকেও জানাননি জায়েদ।


এরপর শিল্পী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠানেও শপথ নিতে আসেননি মিশা-জায়েদ প্যানেলের বিজয়ী কেউই। তখন ইলিয়াস কাঞ্চন বলেছেন, তাদেরকে জানানো হয়েছে। কিন্তু তারা কেউই আসেননি। এমনকি মিশা জায়েদ প্যানেল থেকে নির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী এফডিসিতে থাকলে উপস্থিত হননি শপথ গ্রহণ অনুষ্ঠানে।


গত ১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধুর বাড়ির সামনে যান শিল্পী সমিতির নব নির্বাচিত সদস্যরা। পৌনে ১টার দিকে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এখানেও দেখা যায়নি মিশা-জায়েদ প্যানেলের কাউকেই। শ্রদ্ধা নিবেদন শেষে সভাপতি ইলিয়াস কাঞ্চন সাংবাদিকদের বলেন, ‘‘পাস করার পর শপথের জন্য তাদের (মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত প্রতিনিধি) বলা হয়েছে। সে সময় তারা যে ধরনের কথা বলেছেন তাতে মনে হয়না যে, তারা আমাদের সঙ্গে আসবে। আজকে আমরা এখানে আসবো সেটাও তাদের জানানো হয়েছে।’’


মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিতদের এমন একপেশে আচরনে বিতর্ক দেখা দিয়েছে সর্বত্র। সে বিতর্কের আগুনে যেনো এবার ঘি ঢাললেন কালজয়ী চিত্রনায়িকা রোজিনা। তিনি মিশা-জায়েদ প্যানেল থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরি সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন রোজিনা নিজেই।


পদত্যাগ পত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। রোজিনা সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমি ব্যক্তিগত নানা কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তাই সমিতিতে সময় দেওয়া সম্ভব হবে না। তাই পদত্যাগপত্র জমা দিতে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সমিতিতে যাই। তবে সেখানে কাউকে না পেয়ে পরে সমিতিতে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছি।’

মিশা-জায়েদ প্যানেল বিজয়ী না হওয়ায় কি রোজিনার পদত্যাগ? এমন প্রশ্নের উত্তরে কালজয়ী এ নায়িকা বলেন, ‘‘আমি কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে পদত্যাগ করিনি। ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। এবং বিষয়টি কাঞ্চন সাহেবকেও বুঝিয়ে বলেছি।’’

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url