Nipun-Zayed : ভালোবাসা দিবসে নিপুণের কাছে ফুল চেয়েছেন জায়েদ

নিপুণের কাছে ফুল চেয়েছেন জায়েদ
নিপুণের কাছে ফুল চেয়েছেন জায়েদ

ভালোবাসা দিবসে নিপুণের কাছে ফুল চেয়েছেন জায়েদ


শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করে জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণের মধ্যে লড়াই এখনো বিদ্যমান। নানা ঝই ঝামেলার পর এই পদটির ওপর স্থিতাবস্থা বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। সেই সাথে বিষটির দ্রুত সুরাহার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টকে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিন সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।


এই আদেশের পরিপেক্ষিতে দুজনার কেউই পাননি সাধারণ সম্পাদক পদের দায়িত্ব। এ প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ খান জানিয়েছেন, এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ন্যয় বিচার পাবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘‘আজ ভালোবাসার দিন। এই দিনে আদালতে দৌরাদৌরি করতে হচ্ছে। বিষয়টা খুবই কষ্টের। আমি নির্বাচনে জয়লাভ করেছি। এরপরও আমার এমন অবস্থা কেন হবে?’’

ভালোবাসা দিবসে জায়েদ খান কষ্টে থাকলেও প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তারকে জানিয়েছেন ভালোবাসা দিবসের শুভেচ্ছা। নিপুণকে উদ্দেশ্য করে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘তাকে নিপুণ) ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি রায় মেনে নিয়ে আমাকে ফুল দিয়ে বরণ করবেন।’’


এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন, তারা সবাই পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে। ইতোমধ্যে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী নায়িকা রোজিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন। সহ-সভাপতি পদে জয়ী নায়ক রুবেলও পদত্যাগের কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে জায়েদ বলেন, ‘‘ওনারা রাগে-অভিমানে এসব বলেছেন। তবে আদালতের সিদ্ধান্তের পরই আমরা এগারোজন মিলে সিদ্ধান্ত নেব, কী করব। বিক্ষিপ্তভাবে কিছুই করা হবে না।’’


এর আগে  টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ ওঠে জায়েদ খানের বিরুদ্ধে। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচনের আপিল বিভাগ জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হলে আপিল বিভাগের সিদ্ধান্ত স্থগিত করে আদালত। এর জেরে নিপুণ আপিল করলে চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে এবং সাধারণ সম্পাদক পদের স্থিতাবস্থা জারি করে। ১৪ ফেব্রুয়ারির (সোমবার) শুনানিতে চেম্বার আদালতের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url