Nipun : নিপুণকে হুমকি; থানায় ডায়েরি

নিপুণকে হুমকি; থানায় ডায়েরি
নিপুণকে হুমকি; থানায় ডায়েরি

নিপুণকে হুমকি; থানায় ডায়েরি


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ভাগ্য এখন আদালতের হাতে। সাথে ঝুলে আছে দুই দাবিদার জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণের ভাগ্যও। ১৫ ফেব্রুয়ারির শুনানিতে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

এর মধ্যেই মামলা থেকে সরে যাওয়ার জন্য হুমকি পেয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। আজ ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে এফডিসিতে এক সংবাদ সম্মেলন থেকে এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে এই নায়িকা বলেন, “আমি গতকাল ১৪ ফেব্রুয়ারি আনুমানিক সকাল ৮টার দিকে বাসা থেকে ফুল কেনার জন্য বনানী সুপার মার্কেটে যাই। সেখানে গাড়ি থেকে নামার জন্য আমি দরজা খোলামাত্রই অজ্ঞাতনামা কয়েকজন লোক সাহায্যের জন্য হাত বাড়ায়। এরপর আমি কিছু বুঝে ওঠার আগেই তারা মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য বলেই ওখান থেকে চলে যায়।”

এই হুমকির জেরে রাজধানির বনানী থানায় সাধারণ ডায়েরি করেছেন চিত্রনায়িকা নিপুণ। জিডি নাম্বার - ৮২৯।

আদালতের নির্দেশ প্রসঙ্গে ‘‘আমিই শিল্পী সমিতির সম্পাদক, অন্য কেউ নয়।’’ উল্লেখ করে নিপুণ বলেন, ‘‘সবাই আদালতের নির্দেশনাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। হয়তো এটা মিসটেক। তাই আজ সাংবাদিকদের মাধ্যমে ভুল তথ্যগুলো শুধরে দিতে চাই। মহামান্য আদালতের আদেশ অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আমিই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। এ পদে দায়িত্ব পালন করতে আমার কোনো বাঁধা নেই।’’

এর আগে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ ওঠে জায়েদ খানের বিরুদ্ধে। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচনের আপিল বিভাগ জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হলে আপিল বিভাগের সিদ্ধান্ত স্থগিত করে আদালত। এর জেরে নিপুণ আপিল করলে চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে এবং সাধারণ সম্পাদক পদের স্থিতাবস্থা জারি করে। 

১৪ ফেব্রুয়ারির (সোমবার) শুনানিতে চেম্বার আদালতের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এই আদেশের পর ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুল শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url