Kabir Suman : সাংবাদিককে গালাগালি: ব্যাখ্যা দিলেন কবীর সুমন (ভিডিও)
কবীর সুমন |
সাংবাদিককে গালাগালি: ব্যাখ্যা দিলেন কবীর সুমন
কবীর সুমন পশ্চিমবঙ্গের নাগরিক হলেও বিপ্লব ও প্রতিবাদী সংগীত চর্চায় সকল বাংলা ভাষাভাষীর কাছেই তিনি জনপ্রিয়। বহুগুণের অধিকারী কবীর সুমন একাধারে একজন গায়ক, গীতিকার, সুরকার, বাদ্যকার, অভিনেতা, সাংবাদিক, গদ্যকার ও রাজনীতিক। দর্শকপ্রিয়তার শীর্ষে থাকা এই শিল্পী এবার জড়ালেন বিতর্কে।
সম্প্রতি উগ্রহিন্দুত্ববাদী সংগঠন আরএসএস পরিচালিত একটি টেলিভিশন চ্যানেল থেকে একজন সাংবাদিক তার মুঠোফোনে ফোন করেন। আর এতেই তিনি ক্ষেপে গিয়ে গালিগালাজ করতে শুরু করেন। সে ফোন কলটির কিছুটা তুলে ধরা হলো---
সাংবাদিক: আমি রিপাবলিক টিভি থেকে বলছিলাম।
কবীর সুমন: রিপাবলিক। শুয়োরের... আরএসএস-এর টিভি?
সাংবাদিক: হ্যা।
কবীর সুমন: রাখ টেলিফোনটা, রেখে দে। জয় শ্রীরাম বলে রেখে দে টেলিফোনটা।
- এটা এখনো পশ্চিম বাংলা। বাংলা রে! এটা তোদের মাওরা হিন্দুদের দেশ না।
সাংবাদিক: দাদা আমিও বাঙালি।
কবীর সুমন: তোর বাঙালির মাকে...., জয় শ্রীরাম বলে রেখে দে টেলিফোনটা।
কবীর সুমনের এ আলাপচারিতার রেকর্ডিং ক্লিপ এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। এতে তুমুল সমালোচনার মুখে পড়েছেন বরেণ্য এই শিল্পী। সাংবাদিককে আপত্তিকর ভাষায় গালিগালাজ করায় কবীর সুমনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উগ্রপন্থি সংগঠন বিজেপির নেতা সজল ঘোষ। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত ফেসবুক একাউন্টে একটি পোস্ট করেন সুমন।
সেই পোষ্টে কবীর সুমন বলেন, “সেদিন এক কলারকে ফোনে যা বলেছি, সে ব্যাপারে আমার মনে আর কোনো অনুশোচনা নেই। যদি পারেন আমাকে টার্গেট করুন, অন্য কাউকে না। শুধু আমি চাই না পুলিশের কাজ বাড়ুক। এবারে লিবারেশন নেতা, তৃণমূল মুখপাত্র, খোকা কবি সকলে আবার আমার বিরুদ্ধে বলতে পারেন।”
তার এমন পোস্টে সমালোচনা যেনো আরো বাড়তে শুরু করে। এরপর ০১ ফেব্রুয়ারি মঙ্গলবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন কবীর সুমন। তবে সে সম্মেলনে কারো কোনো প্রশ্ন গ্রহণ করেননি তিনি। সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে এক লিখিত বক্তব্যে কবীর সুমন বলেন, “২৭ জানুয়ারি এক ব্যক্তি রিপাবলিক টিভি থেকে ফোন করেন। তার সঙ্গে কথা হয় শুধু টেলিফোনে। সেই কথাগুলো কোনো মঞ্চ বা কোনো সভা থেকে প্রকাশ্যে ঘোষণা করিনি। তৃতীয় কোনো ব্যক্তির সামনেও না। কলার আমাকে বলেননি তিনি কল রেকর্ড করছেন এবং এই রেকর্ড সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও প্রকাশ করবেন। আমি যা যা বলেছিলাম তার সব ওই ব্যক্তিকে, অন্য কাউকে নয়। এই তথ্যটুকু জানানোর জন্যই আজকের এই বৈঠকে আপনাদের ডেকেছি।”
এ প্রসঙ্গে আর বাড়তি কোনো শব্দ খরচ করেননি বাংলা গানের কিংবদন্তি এই সংগীতশিল্পী। তবে এখন দেখার বিষয় এই সমালোচনার ঢেউ কোথায় গিয়ে থামে।
হাঙ্গামা/প্রিয়াঙ্কা