শিল্পী সমিতির নির্বাচন কি আদৌ হবে?
শিল্পী সমিতির নির্বাচন কি আদৌ হবে? |
শিল্পী সমিতির নির্বাচন কি আদৌ হবে?
আবারো আঘাত হেনেছে মহামারি করোনা। দিনদিন নতুন নতুন রুপে বেড়েই চলেছে এর প্রকোপ। আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বহুগুন। এমন আতঙ্কজনক পরিস্থিতিতে ইতোমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। এমন পরিস্থিতিেতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিন কয়েকশ মানুষের সমাগম হচ্ছে এফডিসিতে। তাছাড়া, করোনার নতুন আক্রমনে বিনোদন মাধ্যমের অনেক শিল্পীই আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আতঙ্ক প্রায় সংশ্লিষ্ট সবার ভেতরেই। এ প্রসঙ্গে উৎকন্ঠা প্রকাশ করে চলচ্চিত্র প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেন জেমি বলেন, ‘‘প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনেই প্রতিদিন কয়েকশ লোক এফডিসিতে আসছেন। এটি খুবই আতঙ্কের বিষয়।’’
তিনি নির্বাচনের প্রার্থীদের অনুরোধ করে বলেন, ‘‘শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থীদেরও অনেক সময় দেখছি মাস্ক পড়ছেন না। ইন্টারভিউ দেয়ার সময় মাস্ক খুলে ফেলছেন। ভাই আপনাদেরকে জনগণ এমনিতেই চেনে, মাস্ক খুলে ইন্টারভিউ দেয়ার দরকার কি? নির্বাচন কমিশন অনেককে সতর্ক করেছেন। তারপরও বলবো- আরো কঠোর হন। তা না হলে বিপদের মুখে পরতে হবে।’’
আরও পড়ুন: জিডি হলো জায়েদ-মিশার বিরুদ্ধে
এ বিষয়য়ে জানার জন্য প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুণের সঙ্গে যোগাযোগ করা হয় । তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘‘আমরা যথেষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলছি। এখনো নির্বাচন স্থগিত করার ব্যাপারে এমন কোনো নির্দেশনা আমরা পাইনি। যদি সরকারের পক্ষ থেকে তেমন কোনো নির্দেশনা আসে তাহলে অবশ্যই আমরা তা মেনে নেব।’’
এদিকে মহামারি করোনার ভেতরেই দেশের বিভিন্ন অঞ্চলে ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে। আগামী ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ভোটার সংখ্যা চারশ’র কিছু বেশি। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। এর মধ্যে একটি প্যানেল গঠন করেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা নিপুণ। আর অন্যটি মিশা সওদাগর ও জায়েদ খান।
হাঙ্গামা/সানজানা