অভিনয় শিল্পী সংঘে জয়ী হলেন যারা

অভিনয় শিল্পী সংঘে জয়ী হলেন যারা
অভিনয় শিল্পী সংঘে জয়ী হলেন যারা

অভিনয় শিল্পী সংঘে জয়ী হলেন যারা


পুরো দুমাস ধরে শোবিজ অঙ্গনে বিরাজ করছিলো উত্তেজনা। কে হবেন শিল্পীদের নেতা? কার গলায় পড়বে জয়ের মালা? বড় ও ছোট দুই পর্দার শিল্পীরাই ছিলেন নির্বাচনী মাঠে ভোটের দৌড়ে। অবশেষে আজ ২৮ জানুয়ারি সেই দৌড়ের অবসান ঘটলো। 

একই দিনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এফডিসিতে। আর অভিনয় শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও ভোটের সময় বাড়িয়ে সাড়ে ৭টা শেষ হয় শিল্পী সংঘের নির্বাচন।

সরেজমিনে দেখা গেছে, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন শেষ হয়েছে। এরপর দুই ঘন্টা বিরতি দিয়ে রাত ৯টায় শুরু হয় ভোট গণনা। ভোট গণনা শেষে রাত সোয়া ১০টায় শিল্পী সংঘের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ।

ঘোষিত ফলাফল অনুযায়ী এবার ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন গেল দুই মেয়াদের সফল সাধারণ সম্পাদক অভিনেতা আহসান হাবীব নাসিম। সহ-সভাপতির তিনটি পদে জয়ী হয়েছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন রওনক হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজু খাদেম, অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল এবং কার্যনির্বাহী সদস্য ৭টি পদের জয়ী হয়েছেন আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার, শামস সুমন ও হিমে হাফিজ।

অভিনয় শিল্পী সংঘে এবার মোট ভোটার সংখ্যা ছিল ৭৪৮ জন। এ নির্বাচনে ২১টি পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ৪৮ জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অভিনেতা খায়রুল আলম সবুজ।

হাঙ্গামা/অর্নব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url