Tahsan : জামিন পেলেন তাহসান

জামিন পেলেন তাহসান
জামিন পেলেন তাহসান

জামিন পেলেন তাহসান


তাহসান খান বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক ও অভিনেতা। পাশাপাশি তিনি যুক্ত আছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ও ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে। তেমনি সম্প্রতি বিতর্কিত হওয়া ই-কমার্স প্রতিষ্ঠান ‘ইভ্যালি’র সাথেও যুক্ত ছিলেন এই তারকা।

আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক প্রতিষ্ঠানটির দূর্নিতীমূলক কর্মকান্ড প্রকাশ্যে এলে তাহসানসহ মিথিলা ও শবনম ফারিয়াকে নিয়ে চর্চা শুরু হয়। সেই ধারাবাহিকতায় ইভ্যালির প্রতারণার শিকার এক গ্রাহক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত বছরের ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ঐ ব্যক্তি ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা এবং গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ এনে এ মামলা দায়ের করেন।

সেই মামলায় এবার আগাম জামিন পেলেন অভিনেতা ও গায়ক তাহসান খান। আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন এই অভিনেতা।

তাহসান খানের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সানজিদা খানম। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে শুনানি করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান। এর আগে, বুধবার (১৯ জানুয়ারি) আগাম জামিন চেয়ে আদালতে আবেদন করেন তাহসান খান। 

সাদ স্যাম রহমান শুধু তাহসানের বিরুদ্ধেই মামলা করেননি। ধানমন্ডি থানায় করা সেই মামলায় আসামী করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ মোট ৯জনকে।

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url