Popy : নিখোঁজ পপি প্রকাশ্যে কাঁদলেন; দিলেন বিষ্ফোরক তথ্য (ভিডিও)

ভিডিও বার্তায় পপি
ভিডিও বার্তায় পপি

নিখোঁজ পপি প্রকাশ্যে কাঁদলেন; দিলেন বিষ্ফোরক তথ্য


বেশ অনেক দিন ধরেই নিখোঁজ ছিলেন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। সিনেমা পাড়ায় গুঞ্জন রয়েছে, তিনি বিয়ে করে সংসারী হয়েছেন। এমনকি সন্তানের মা হয়েছেন তিনি। বর্তমানে স্বামী-সংসার-সন্তান নিয়েই নাকি তার সমস্ত ব্যস্ততা। 

একের পর এক গুঞ্জন চারাগাছ থেকে ডালপালা মেলে মস্ত গাছ হলেও এতোদিন পপির খোঁজ পাওয়া যায়নি। তবে সিনেমা পাড়ার দু’একজনের কাছ থেকে জানা গিয়েছিলো, পপি হারান নি, তিনি নিজেকে আড়াল করে রেখেছেন। এবার সেই আড়াল ভেঙ্গে বের হয়ে এলেন এই চিত্রনায়িকা। 


প্রায় দেড় বছর পর আড়াল ভাঙলেও স্বশরীরে সামনে আসেননি পপি। আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। বুধবার (২৬ জানুয়ারি) দুপুর থেকেই পপির দেয়া এই সাড়ে ৫ মিনিটের ভিডিওবার্তা ছড়িয়ে যায় সামাজিক মাধ্যমে। সে ভিডিওতে তিনি অনেক বিষ্ফোরক তথ্য শেয়ার করেছেন এবং কেঁদেছেন।

ভিডিওবার্তায় তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই চিত্রনায়িকা পপি বলেন, “ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসবো না। কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজকে কিছু কথা না বললেই না। দীর্ঘ ২৬ বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সাথে কাজ করার চেষ্টা করেছি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি, আজ আমি কোথায়! আমি আছি আপনাদের মাঝেই, হয়তো ভাগ্যে থাকলে আবারও ফিরব।”


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটি তথা মিশা-জায়েদ কমিটির ক্ষমতাসীন একজনকে ইঙ্গিত করে এই নায়িকা বলেন, “বর্তমান শিল্পী সমিতির একটি মাত্র লোকের কারণে, তার পলিটিক্স এবং তার অনেক রকম অসহযোগিতার কারণে আমাকে বারবার অপমানিত হতে হয়েছে। শুধু আমি না, আমার মতো রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, নিপুণও অপমানিত হয়েছেন। আমাদেরকে ব্যবহার করে যে এই চেয়ারটিতে বসেছে- সেখানে বসেই বিভিন্ন রকমের অপকর্মের চেষ্টা করেছে। কিন্তু আমরা গুটি কয়েক তাতে সাঁয় দিইনি। যার কারণে আজকে আমি ভিক্টিম। আমার মতো শিল্পীকে সদস্য পদ বাতিলের জন্য চিঠি দেয়া হয়েছে। এতো বছর কাজ করার পর এমন আচরণ, একটা শিল্পীর জন্য কতোটুকু অপমানের- সেটা আমি বুঝতে পারি। ১৮৪জন শিল্পীরাও এই কষ্টটা বুঝতে পারবে।”

এর আগে সিনেমাপাড়ায় চিত্রনায়িকা পপিকে কেন্দ্র করে নানা মুখরোচক সংবাদ শোনা গেলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। অনেক চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি সাংবাদকর্মিরা। আজকের ভিডিওবার্তায় শিল্পী সমিতি নিয়ে অনেক কথা বললেও নিজের ব্যক্তিগত বিষয়ে কোনো কথাই বলেননি তিনি। পপি তার ভিডিও বার্তায় শিল্পী সমিতির মিশা-জায়েদ প্যানেলের ক্ষমতাসীন একজনকে ইঙ্গিত করে অভিযোগ করলেও তার নাম প্রকাশ করেননি তিনি। এ সময় তাকে কাঁদতেও দেখা গেছে। 

পপির সদস্যপদ বাতিলের জন্য চিঠি দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এসব কারণে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। আমার কাছে সদস্য পদ বাতিলের চিঠিটা এখনও আছে। ওই চিঠিটা যখনই পেয়েছি, তখনই সিদ্ধান্ত নিয়েছি- এই নোংরামির মধ্যে আর আমি যাবো না। ভেবেছি, কখনো যদি পরিবেশ ভালো হয়- তখনই চলচ্চিত্রে ফিরব।”


ইলিয়াস কাঞ্চন ও নিপুন প্যানেলকে ভোট দেয়ার আহবান জানিয়ে হাত জোর করে চলচ্চিত্র শিল্পীদের উদ্দেশে পপি বলেন, “আমরা যে ভুলটা করেছি, দয়া করে আপনারা সেই ভুলটা করবেন না। চলচ্চিত্র বাঁচলেই আমরা বাঁচব। আমরা পরিবর্তন চাই, কাজ চাই। সেজন্য আমার কাছে মনে হয়েছে, আমাদের পরীক্ষিত সৈনিক কাঞ্চন ভাই, নিপুণ, রিয়াজদের একটা সুযোগ দেয়া উচিত। তারা অন্তত শিল্পীর মূল্যায়ন করবে।”

২০২০ সালের ডিসেম্বর থেকে পপি আড়ালে রয়েছেন। গত বছর ২৮ অক্টোবর জানা যায় তিনি পুত্র সন্তানের মা হয়েছেন। এরপর গুঞ্জন উঠেছিলো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন তিনি। কিন্তু পরবর্তীতে খবরটি মিথ্যা প্রমাণিত হয়। এখন শোনা যাচ্ছে পপি ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট দিতেও আসবেন না। এদিকে জনপ্রিয় এই নায়িকা আড়ালে থাকায় আটকে আছে কয়েকটি সিনেমা। তার মধ্যে রয়েছে রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামের সিনেমা দুটি।




হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url