Hero Alom : ইউটিউব থেকে কত আয় হিরো আলমের?

Hero Alom - হিরো আলম
Hero Alom - হিরো আলম

ইউটিউব থেকে কত আয় হিরো আলমের?


বেশ কয়েক বছর ধরে সামাজিক মাধ্যমে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তিনি যাই করছেন তা নিয়ে শুরু হচ্ছে ট্রল ও বিতর্ক। তবে এসবের কোনো তোয়াক্কা না করে কাজ করে যাচ্ছেন আপন মনে, আপন গতিতে। তিনি আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তিনি জাতিয় সংসদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন, তা নিয়েও কম ট্রলের শিকার হননি। তবে তিনি দমে যাননি। জানা গেছে, আগামী নির্বাচনেও তিনি লড়বেন।

ইউটিউবে ভিডিও বানিয়ে পরিচিতি পাওয়া বগুড়ার এই যুবক প্রযোজক, অভিনেতা, গায়ক ও লেখক। তার নিজস্ব এলাকার ডিসলাইন তথা ক্যাবল অপারেটরের ব্যবসায়ী হিরো আলম এখন পুরো বাংলা ভাষাভাষী মানুষের কাছে পরিচিত। তিনি এতো কিছু করেন- যেমন প্রযোজনা, সিনেমা বানানো, নির্বাচন; এগুলো তো অনেক টাকার ব্যাপার। এতো টাকার উৎস কি তার? এমন প্রশ্ন সবারই। তিনি কীভাবে এতো টাকা খরচ করেন তা জানতে চান অনেকেই।

Hero Alom - হিরো আলম
Hero Alom - হিরো আলম

এ প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘‘ফেসবুকে আমার একটি ফ্যান পেজ রয়েছে। যেখানে ফলোয়ার রয়েছে ১৯ লাখ। আর আমার ইউটিউবের অফিসিয়াল চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ১৩ লাখের বেশি। এগুলো থেকে যা টাকা আসে সেটাই মূলত আমার আয়।’’

তিনি বলেন, ‘‘আমার গাওয়া গান দর্শকশ্রোতারা খুব ভালোভাবে গ্রহণ করছেন। সেখান থেকেও ভালো আয় হচ্ছে। তবে আমার আয় স্থিতিশীল না- কখনো বাড়ে, আবার কখনো কমে। এই যেমন কোনো মাসে ৩ লাখ টাকা আসে, আবার কোনো মাসে ১ লাখ হয়। আবার এমনও হয় যে, কোনো মাসে শুধু ৫০ হাজার টাকা আসে।’’

Hero Alom - হিরো আলম
Hero Alom - হিরো আলম

ভার্চুয়াল প্লাটফর্ম ছাড়াও স্টেজ-শো এর মাধ্যমে আয় করেন হিরো আলম। তিনি জানান, ‘‘বিভিন্ন অনুষ্ঠানে আমাকে ডাকে। সেখানে পারফর্ম করে কিছু টাকা আসে। এই আয়ের টাকা থেকে গরিবদের সাহায্য করি, সিনেমা নির্মাণ করি। আমি টাকা তো জমাই না; যা আয়, তাই ব্যয়। তবে টাকা বেশি হলে খুব ইচ্ছে ছিল বড় আয়োজনের আরও ভালো ভালো সিনেমা নির্মাণ করার।’’

প্রসঙ্গত, হিরো আলম অভিনীত ও প্রযোজিত তিনটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এগুলো হলো ‘টোকাই’, ‘বউ জামাইয়ের লড়াই’ ও ‘নষ্ট হওয়ার কষ্ট’। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন একটি ওটিটি প্লাটফর্ম নিয়ে আসার। সেখানে তিনি তার অভিনীত ও নির্মিত কন্টেন্ট মুক্তি দিবেন বলে জানিয়েছেন এই ভাইরাল যুবক।

হাঙ্গামা/অর্নব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url