Zayed-Misa : জিডি হলো জায়েদ-মিশার বিরুদ্ধে
জিডি হলো জায়েদ-মিশার বিরুদ্ধে |
জিডি হলো জায়েদ-মিশার বিরুদ্ধে
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘনিয়ে এসেছে। আসছে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এরমধ্যেই চাঁদা জালিয়াতির অভিযোগ উঠলো জায়েদ খান ও মিশা সওদাগরের বিরুদ্ধে। এ কারনে তাদের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরি (জিডি) করেছেন চলচ্চিত্রের ২৪০ জন শিল্পী।
সমিতির নিয়ম অনুযায়ী প্রত্যেক শিল্পীকে বছরে দুই হাজার চারশ টাকা করে চাদা দিতে হয়। চাঁদার বিপরীতে চাঁদাদাতাকে রশিদ দেওয়ার কথা থাকলেও এই ২৪০জন শিল্পীকে তা দেয়া হয়নি। আর তাই ৮ জানুয়ারি (শনিবার) রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ২৪০ জন শিল্পীর পক্ষে সাধারন ডায়েরি করেন মকবুল হোসেন আরমান। এ জিডিতে বিবাদি করা হয়েছে বাংলাদেশ শিল্পী সমিতির সদ্য বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ পুরো কার্যকরী কমিটিকে।
সাধারন ডায়েরিতে আরমান উল্লেখ করেছেন, ‘‘২৪০ জন সদস্য শিল্পী বার্ষিক চাঁদা হিসেবে জনপ্রতি ২ হাজার ৪০০ টাকা করে সমিতি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত জাকির ও জামালের কাছে জমা দিয়েছেন। চাঁদার রশিদ সঙ্গে সঙ্গে দেওয়ার কথা থাকলে তা দেয়া হয়নি। দীর্ঘ ১৫ দিন ধরে দিচ্ছি দিচ্ছি বলে দিচ্ছে না। জাকির ও জামালের কাছে গেলে তারা জানায়, সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করছেন না, আমি কী করব।’’
‘‘আজ (৮ জানুয়ারী) সদস্যদের চাঁদা দেওয়ার শেষ তারিখ ছিল। কিন্তু আজ অবধি আমরা আমাদের চাঁদা জমা দেওয়ার কোনো রশিদ পাইনি। কিন্তু মিশা-জায়েদ খান প্যানেলের সব সদস্যের চাঁদার রশিদ দেওয়া হয়েছে।’’
জিডিতে তিনি আরও উল্লেখ করেছেন, ‘‘একটি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, আমাদের টাকায় রশিদ কেটে মিশা-জায়েদ সদস্যদেরকে পাঠিয়ে বলছে- তোমাদের টাকা আমি দিয়ে দিলাম। আজ ৮ জানুয়ারি সন্ধ্যা ৬টায় জাকির ও জামালের কাছে রশিদ চাইতে গেলে তারা বলে- আপনাদের টাকা ফেরত নিয়ে যান। জায়েদ খান নিয়মিত অফিস করলেও আমাদের রশিদে স্বাক্ষর করেনি। মিশা-জায়েদ প্যানেলের সদস্যরা নিজেদের প্যানেলের স্বার্থেই এই পন্থা অবলম্বন করেছে। তাই ভবিষ্যতের জন্য ডায়েরি করা প্রয়োজন।’’
আসছে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। সেখানে দুটি প্যানেল ঘোষণা করা হয়েচে। একটি সদ্য বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান ও আরেকটি প্যানেলে নেতৃত্ব দেবেন একুশে পদকজয়ী অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ।
এখন পর্যন্ত সাধারণ শিল্পীদের পছন্দের জায়গায় রয়েছেন ইলিয়াস কাঞ্চনের প্যানেল। এমনকি জায়েদ-মিশা প্যানেলের অনেক প্রার্থীও সমর্থন করছেন ইলিয়াস কাঞ্চনকে। অপরদিকে জায়েদ খান ও মিশা সওদাগরের বিরুদ্ধে অনেক সাধারণ শিল্পীকে অনৈতিকভাবে ছাঁটাই করার অভিযোগও রয়েছে।
হাঙ্গামা২৪/অর্নব