Dhaka Attack : মিশন ‘ঢাকা অ্যাটাক’ সাকসেসফুল

ঢাকা অ্যাটাক
ঢাকা অ্যাটাক

মিশন ‘ঢাকা অ্যাটাক’ সাকসেসফুল

আলোচক : হোসাইন ফরহাদ


এক কথায় রিভিউ বললে ভালো মুভি, মুভি শেষে দর্শকদের হাতে তালি দেয়াই মুভির স্বার্থকতা... বাংলাদেশের কমার্শিয়াল ফিল্মের হিসেবে বলতে গেলে অনেক ইম্প্রেসিভ...(অন্যান্য দেশের হিসেবে তুলনা না করাই ভালো এই মুভির, কাহিনীর তুলনায় প্রযুক্তির ব্যবহার দেখানোর চেষ্টা ছিল, যার জন্য ভালো মানের বাজেট দরকার, সেটা এখনো নেই আমাদের, সেই হিসাবে ভালোই ছিল) 

নেগেটিভ দিক : 
* মাহিয়া মাহি, সৌন্দর্য বর্ধনের জন্য যতটুকু দরকার ছিল তার থেকে বেশি দেখানো বাড়াবাড়ি, আর ছবির এন্ডিং পর্যন্ত নায়িকার উপস্থিতি লাগবে এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। আর ইনভেস্টিগেশন জার্নালিষ্ট এর রোল আরো ভালো করে বোঝা দরকার ছিল মাহির।

মোটামোটি দিক : 
* শুভর অভিনয় ভালোই ছিল। কিছু জায়গায় একটু বাড়তি অভিনয় আর তার জন্য দায়ী মাহির অযাচিত উপস্থিতি।
 
* থ্রিল ধরে রাখতে গিয়ে অনেক জায়গায় ছুটে গেছে। তবে প্রথম চেষ্টা হিসেবে ভালোই। ক্লাইম্যাক্স আরেকটু ডিপ হলে খুশি হতাম। আর একটু আশা ছিল...

বেস্ট পার্ট : 
* তাসকিন ওরফে জিসান দি সাইকো ভিলেন... জাস্ট পারফেক্ট। বাংলা মুভিতে 
এমন একজন স্টাইলিশ ভিলেন দরকার ছিল। যদিও স্ক্রিন স্পেস আরো দিলে ভালো লাগতো... 

* সুমন ওরফে আশফাক সোয়াট টিমের সদস্য হিসেবে পারফেক্ট। বডি ফিটনেস স্টাইল, ডায়ালগ ডেলিভারি, সবই পারফেক্ট। আশফাক ও জিসান এর প্রথম মিট এর মুহূর্তটা আহা...

* শতাব্দী ওয়াদুদ বাংলাদেশের জন্য আশীর্বাদ অভিনেতা। গোয়েন্দা চিফ হিসেবে অভিনয় খাপে খাপ ছিল...

* “আরে টিকাটলী মোড়ে একটা সিনেমা হল রয়েছে” আহা, গানের ছন্দে মন আনন্দে... হলে বসে এই গান দেখার এবং মজা নেওয়াটাই সার্থকতা.....

ঢাকা অ্যাটাক
লেখক যখন সিনেমাটি দেখতে গিয়েছিলেন



ভুল ত্রুটি সব মুভিতেই থাকে এবং থাকবে। ধীরে ধীরে তা কেঁটেও যাবে। চেষ্টা টাই জরুরী। পরিচালক দীপঙ্কর দীপনের সেই চেষ্টার জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। আর যে কথা না বললেই নয় তা হলো, দর্শক হিসেবে আমাদের চেষ্টা করা উচিত হলে গিয়ে ছবি দেখা। যাতে আমাদের পরিচালক ও কলাকুশলীরা এই মেসেজ পায় যে ভালো জিনিসের কদর আসলেই আছে।

পরিশেষে, ডিয়ার আলমাস হল মালিক পক্ষ, একটু ভালো হন। সিট গুলো, স্ক্রিন লাইট ভালো না করলে মানুষ ভালো ফিল্ম হলেও দেখতে আসবেনা। টাকাতো বাড়তি নিচ্ছেনই।


হাঙ্গামা ২৪

সব খবর সবার আগে জানতে যুক্ত হন আমাদের ফেসবুক গ্রুপে
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url