মুরাদকে নিয়ে মক্কা থেকে মুখ খুললেন মাহি (ভিডিও)

মুখ খুললেন মাহি
মুখ খুললেন মাহি

মুরাদকে নিয়ে মক্কা থেকে মুখ খুললেন মাহি (ভিডিও)


ঢালিউডের প্রথম সারির নায়িকা মাহিয়া মাহি। বর্তমানে তার দ্বিতীয় স্বামী রাকিবকে নিয়ে সৌদি আরবের মক্কায় আছেন তিনি। সেখানে মরুর বুকে তোলা তাদের কিছু রোমান্টিক ছবিও দেখা গেছে তার ফেসবুকে। এদিকে সোশ্যাল মিডিয়ায় আজকের এক মাত্র আলোচিত বিষয় মাহিয়া মাহি ও তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান। সম্প্রতি তাদের একটি আপত্তিকর ফোন আলাপ ফাঁস হয়েছে নেট দুনিয়ায়। যার অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া অই অডিও ক্লিপে শোনা যায়, মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি দিচ্ছেন মুরাদ। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে তুলে আনার হুমকি দেন প্রতিমন্ত্রী। পুরো বক্তব্যে ‘অশ্রাব্য গালাগালি’ মূলক শব্দের উচ্চারণ করতে শোনা যায় মুরাদকে। অডিও ভাইরাল হওয়ার পর টনক নরেছে সরকারের। এ ঘটনায় মুরাদকে আগামীকালের মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কয়েকদিন আগে দ্বিতীয় স্বামী নিয়ে সৌদি আরবে গিয়েছেন মাহিয়া মাহি। বর্তমানে মক্কাতে অবস্থান করছেন এই দম্পত্তি। ফোন আলাপ ফাসের পর বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিনত হয়। আর এ প্রসঙ্গে এবার মক্কায় বসেই মুখ খুললেন মাহি। সোমবার (০৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার পর মক্কার হারাম শরিফ থেকে ফেসবুক লাইভে আসেন এই নায়িকা। 

ফেসবুক লাইভে এসে মাহি বলেন, ‘‘আমি এখন হারাম শরিফে আছি। আমি যেটা বলার জন্য ভিডিওটা করছি, আমি সেদিন তা বলেছিলাম। আমার বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতি-উত্তরের ভাষা আমার জানা ছিল না। দুই বছর আগের ঘটনা। তখন আমি শুধু আল্লাহর কাছে বলেছিলাম।’’ দুই মিনিট ৩০ সেকেন্ডের ওই লাইভ ভিডিও’র ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতিত্তোরের ভাষা আমার জানা ছিল না, নম্রতা আমার পারিবারিক শিক্ষা...’’

ভিডিওতে মাহি বলেন, ‘‘সেদিন আমার আত্মসম্মানবোধে কতটুকু আঘাত লেগেছে তা শুধু আমি আর আমার আল্লাহ জানেন। আজকেও আমি ভীষণভাবে বিব্রত। দেশবাসীর কাছে আমি কতটুকু ছোট হলাম। কিন্তু আপনারা নিজ থেকে একটু চিন্তা করে দেখবেন এই ভাষা ও ব্যবহারের কি প্রতিউত্তর আমার দেওয়া উচিত ছিল। সেদিন আসলে আমার বলার কিছু ছিলো না, তাই আমি চুপ থেকে পাশ কাটিয়ে গিয়েছি।’’

জনপ্রিয় এই নায়িকা বলেন, ‘‘এটা ঠিক দুই বছর আগের একটি ঘটনা ছিল। আমি বরাবরের মতোই আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি কষ্ট পেয়েছি। যার মাধ্যমে কষ্ট পেয়েছি, কোনো না কোনো দিন সেই রেজাল্টটা তিনি পাবেন এবং তিনি পেয়েছেন। এটা প্রমাণিত। আলহামদুলিল্লাহ...’’

চিত্রনায়িকা মাহি আরও বলেন, ‘‘আমি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চাওয়ার জন্য লাইভে এসেছি। এই বিষয়টা নিয়ে আসলে এখানে কথা বলার মতো কিছু নেই। আপনারা আমার জায়গা থেকে আমার হয়ে চিন্তা করবেন, যে আসলে আমি দোষী কি-না.... আমি এতোটুকুই বলব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’’

এ ঘটনায় প্রথমে মুখ খোলেন চিত্রনায়ক ইমন। তিনি বলেন, ‘‘আমরা তখন ব্লাড নামের একটি সিনেমার মিটিং করছিলাম। তখন মুরাদ ভাই ফোন করেন। তিনি আগের দিনও ফোন দিয়েছিলেন কিন্তু আমি ধরতে পারিনি। তিনি যখন আমাকে বললেন, আমি বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করছিলাম। একজন মন্ত্রী বললে আপনি কি করতেন? নিশ্চই তাকে নাকোচ করে দিতে পারবেন না! আপনাকে সহনীয় মাত্রায় থেকে পুরো বিষয়টি হ্যান্ডেল করতে হবে।’’

ইমন বলেন, ‘‘আমি আর মাহি যখন ব্লাড সিনেমা নিয়ে পরিচালক সুমন ভাইয়ের সঙ্গে মিটিং করছিলাম তখন মুরাদ ভাই বারবার ফোন করে আমাকে আর মাহিকে যেতে বলেন। তাই অই মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে বারবার বলছিলাম, ভাইয়া দুই মিনিট, নামতেছি।’’

উল্লেখ্য, ভাইরাল হওয়া ফোনালাপে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে আরো একটি কন্ঠ শোনা যায়, আর তা হলো চিত্র নায়ক ইমনের কন্ঠ।

ভিডিও


হাঙ্গামা২৪
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url