Amir Sirajee : লাইফ সাপোর্টে আমির সিরাজী

লাইফ সাপোর্টে আমির সিরাজী
লাইফ সাপোর্টে আমির সিরাজী

লাইফ সাপোর্টে আমির সিরাজী


যাত্রাপালায় অভিনয় জীবন শুরু করলেও উদ্দেশ্য ছিলো বড় পর্দা। সেই টানেই ১৯৮৪ সালে ঢাকায় আসেন ঢালিউড সিনেমার অন্যতম এন্টি হিরো আমির সিরাজী। ব্যবসাসফল পরিচালক মতিন রহমানের ‘রাধা কৃষ্ণ’ শিরোনামের সিনেমার মাধ্যমেই নাম লেখান ঢাকাই সিনেমায়। তবে তার অভিনীত মুক্তি প্রাপ্ত প্রথম সিনেমা ‘রাধা কৃষ্ণ’ নয়। এটি নির্মান শেষ করতে দেরি হওয়ায় ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’ নামের সিনেমাটি মুক্তি পায়। সে হিসেবে এটিই সিরাজীর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা।

আমির সিরাজীর অভিনেতা পরিচয়ের বাইরে তার প্রধান পরিচয় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে শত্রুর বিরুদ্ধে ঝাপিয়ে পরেছিলেন যুদ্ধক্ষেত্রে। দেশের এই শ্রেষ্ঠ সন্তান বর্তমানে রয়েছেন লাইফ সাপোর্টে। ২৪ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রাজধানীর রামপুরার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

হাসপাতালে ভর্তির পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয় এই অভিনেতাকে। তবে বর্তমানে তার শারিরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। এ বিষয়টি হাঙ্গামা২৪-কে নিশ্চিত করেছেন তার বড় মেয়ে নুরজাহান সিরাজী। 

তিনি বলেন, “শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বাবাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। ডাক্তার বলেছে বাবার অবস্থা আগের চেয়ে একটু ভালো। সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাই। যাতে তিনি যেনো সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।”

বর্ষিয়ান এ অভিনেতার ছেলে হাবিব সিরাজী আজ শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হাঙ্গামা২৪-কে বলেন, “আব্বার অবস্থা আগের থেকে অনেকটাই ভালো। চিকিৎসকরা জানিয়েছেন বিপদ কেটে গেছে। আপনাদের দোয়ায় আব্বা যথেষ্ট প্রাণশক্তি দিয়ে পরিস্থিতির মোকাবিলা করে বর্তমানে বিপদমুক্ত আছেন। আমাদের পরিবারের প্রতিটি সদস্য, আব্বার সাথে এবং আব্বার চিকিৎসার সাথে সম্পৃক্ত। সবার কাছে দোয়া চাই আব্বার জন্য।”

দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, আমির সিরাজী এখনো অজ্ঞান রয়েছেন। তার জ্ঞান না ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা অভিনেতা আমির সিরাজী তার দীর্ঘ ক্যারিয়ারে প্রায় সাত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তিনি খল অভিনেতা হিসেবেই অধিক জনপ্রিয়।

হাঙ্গামা২৪
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url