Ferdous : ‘ক্ষমা নেই’ ফেরদৌসের

‘ক্ষমা নেই’ ফেরদৌসের
‘ক্ষমা নেই’ ফেরদৌসের

‘ক্ষমা নেই’ ফেরদৌসের


দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে আড়াই বছর পর ভারতে যাওয়ার অনুমতিপত্র (ভিসা) পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। এ প্রসঙ্গে তিনি বলেছেন, জীবনে উচিৎ শিক্ষা পেয়েছেন তিনি। বাংলাদেশের নাগরিক হয়ে ভারতে গিয়ে নির্বাচনী প্রচারণা চালানোটা তার ভুল ছিলো বলেও স্বীকার করেছেন তিনি।

ঠিক এমন সময়ে শিরোনাম দেখে হয়তো পাঠক ভাবতে পারেন প্রিয় নায়ক ফেরদৌসকে হয়তো ভারত সরকার আবার নিষেধাজ্ঞা আরোপ করলো। এমন অনেক কিছুই ভাবতে পারেন। তবে না, এমন কোনো ঘটনার সম্ভাবনা এখনো পাওয়া যায়নি।

তবে আসল খবর হলো, মহান মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত হতে যাচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। জেড এইচ মিন্টুর পরিচালনায় নির্মিত সিনেমাটির নাম ‘ক্ষমা নেই’। আর এতেই অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
 
সম্প্রতি সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেতা। চলতি মাস নভেম্বরেই এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত ফেরদৌস বলেন, এ সিনেমাটির গল্প আমাকে স্পর্শ করেছে। সিনেমাটি যে কারোেই ভালো লাগবে। সব ঠিক-ঠাক থাকলে শিগগিরই এর শুটিং শুরু হবে।

‘ক্ষমা নেই’ শিরোনামের এ সিনেমাটি নির্মিত হচ্ছে সরকারি অনুদানে। ২০২০-২১ অর্থবছরে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় অনুদান পেয়েছে এটি। পরিচালনার পাশাপাশি সিনেমাটির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন জেড এইচ মিন্টু।  

এই সিনেমাটি বাদেও ফেরদৌসের হাতে রয়েছে আফজাল হোসেনে মানিকের ‘লাল কাঁকড়া’, হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’, এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’। শোনা গেছে ‘রাসেলের জন্য অপেক্ষা’ নামের আরেকটি সিনেমায়ও যুক্ত হয়েছেন তিনি।

হাঙ্গামা ২৪



সব খবর সবার আগে জানতে যুক্ত হন আমাদের ফেসবুক গ্রুপে
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url