Super Dancer : সুপার ডান্সারে যেভাবে চ্যাম্পিয়ন হলো ফ্লোরিনা

Florina Gogoi - ফ্লোরিনা গগৈ
Florina Gogoi - ফ্লোরিনা গগৈ

ভারতের টেলিভিশন মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সুপার ডান্সার’। এ বছর অনুষ্ঠিত হলো প্রতিযোগিতামূলক এই রিয়্যালিটি শোয়ের চতুর্থ কিস্তি। এ আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ফ্লোরিনা গগৈ নামের আসামের একটি ছোট্ট মেয়ে। নাচের যত কলা কৌশল, সবই যেন তার কাছে ডাল-ভাত। আর সেই নাচের জাদুতেই বিচারক ও দর্শকদের মন জয় করেছে সে। তার নাচুনে দক্ষতার কাছে সকল প্রতিযোগী হেরে যাওয়ায় শীর্ষ স্থানটি দখলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফ্লোরিনা গগৈ।


‘সুপার ডান্সার’ চ্যাম্পিয়ন হওয়ায় চ্যাম্পিয়নশিপ ট্রফি ছাড়াও ফ্লোরিনার হাতে উঠেছে ১৫ লাখ রুপি। এছাড়া তার কোরিওগ্রাফার নাটগুরু তুষার শেঠিকে দেওয়া হয়েছে আরো ৫ লাখ রুপি।


এবারের আয়োজনে প্রথম রানার আপ হয়েছেন বেলগমের পৃথ্বীরাজ। পাঞ্জাবারের সঞ্চিত চান্না হয়েছেন দ্বিতীয় রানার আপ এবং মধ্যপ্রদেশের নীরজা তিওয়ারি হয়েছেন তৃতীয় রানার আপ। তাদের প্রত্যেককেই দেওয়া হয়েছে ১ লাখ রুপি করে।


এছাড়াও এই আয়োজনের ফাইনালিস্ট পাঁচ জনই পেয়েছেন একটি করে এয়ার পিউরিফায়ার এবং অনুষ্ঠানটির পার্টনার ব্যাংকের পক্ষ থেকে প্রত্যেকে একটি করে ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট।


‘সুপার ডান্সার ৪’-এর বিচারকের আসনে ছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি, কোরিওগ্রাফার গীতা কাপুর ও নির্মাতা অনুরাগ বসু। আয়োজনের প্রথম দিক থেকেই মিষ্টি মিষ্টি কথার সুবাদে পরিচিতি পায় আসামের ছোট্ট ফ্লোরিনা গগৈ। বিশেষ করে শিল্পা শেঠির প্রথম পছন্দ সেই ছিল। তাই ফ্লোরিনার বিজয়ে বিচারকরাও আনন্দিত।


‘সুপার ডান্সার ৪’ চ্যাম্পিয়ন ঘোষিত হওয়ার পর ফ্লোরিনা গগৈ তার বক্তব্যে বলেছে, ‘আমি জানি না আমার কী বলা উচিৎ। আমার খুব আনন্দ হচ্ছে। আমাকে যারা ভোট দিয়েছে আর ভালোবাসা দিয়েছে সকল দর্শকদের জানাই ধন্যবাদ। তুষার ভাইয়াকেও অনেক অনেক ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য আর আমাকে শেখানোর জন্য। সুপার ডান্সার আমায় অনেক নতুন বন্ধু দিয়েছে। এরপরেও আমি নাচ করে যেতে চাই আর নতুন নতুন ডান্স ফর্ম শিখতে চাই।’


বিচারক শিল্পা শেঠি বলেছেন, ‘ফ্লোরিনা আর তুষারের জন্য আমি খুবই আনন্দিত। এটা আমার জন্য একটা গর্বের মুহূর্ত। শো-তে ওর গোটা জার্নিটাই প্রশংসাযোগ্য। যেভাবে নিজেকে একজন পেশাদার নৃত্যকার হিসেবে তৈরি করেছে তাতে আমি অত্যন্ত খুশি। ও ট্রফি জেতার যোগ্য। আমি আশা রাখি ও জীবনের সবক্ষেত্রে এভাবেই এগিয়ে যাবে।’


হাঙ্গামা বাংলা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url