Swastika Mukherjee : ফের বিয়ে করেছেন স্বস্তিকা?
Swastika Mukherjee - স্বস্তিকা মুখোপাধ্যায় |
টালিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায়। সোজাসাপ্টা ও খোলামেলা কথার কারণে প্রায়ই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দু হন তিনি। সম্প্রতি চলমান পূজা উপলক্ষে সামাজিক মাধ্যমে শেয়ার করা তার একটি ছবি নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। ছবি দেখে অনেকেই ধারণা করছেন পূজায় হয়তো বিয়ের কাজটাও সেরে ফেললেন স্বস্তিকা!
স্বস্তিকা মুখোপাধ্যায়ের শেয়ার করা ছবিতে দেখা যায় নিজ বাড়িতে বন্ধুদের সঙ্গে জমিয়ে পূজার আড্ডা দিচ্ছেন তিনি। সিথিতে সিঁদুর, হাতে শাঁখা আর কপালের লাল টিপ দেখে প্রশ্ন উঠেছে ‘ডিভোর্সি’ হিসেবে পরিচিত সিঙ্গেল অভিনেত্রী বিয়েটা করলেন কবে?
Swastika Mukherjee - স্বস্তিকা মুখোপাধ্যায় |
স্বস্তিকার ব্যক্তিগত জীবন বরাবরই চর্চার হট কেক। প্রেম কিংবা সম্পর্ক যেটাই হোক, সব বিষয় নিয়েই সোজাসাপ্টা খোলাখুলিভাবে কথা বলতে ভালোবাসেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু এবারের ব্যাপারটা পুরোই রহস্যময়।
অভিনয় দুনিয়ায় পা দেয়ার আগেই ১৯৯৮ সালে বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা। সে সংসার বেশিদূর এগোয়নি। ২০০৪ সালে মাত্র ৬ বছরের সংসারে বিচ্ছেদ হয় তাদের। তখন চিত্রনায়ক জিতের সঙ্গে স্বস্তিকার গোপন সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছিল। এমনকি এটাও শোনা যায় যে, পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গেও নাকি সম্পর্ক ছিল তার। এরপর স্বস্তিকার নাম জড়ায় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। তারপর সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে লিভ ইন করছিলেন বলেও টলিপাড়ায় খবর ছড়িয়েছিল।
Swastika Mukherjee - স্বস্তিকা মুখোপাধ্যায় |
সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে শুধু ছবিই দেননি এবার। বরং হাতের শাঁখা নিয়ে এক অনুরাগীর সঙ্গে বেশ গল্পও করেছেন। এ রকম শাঁখা কোথায় কিনতে পাওয়া যায় তার খোঁজও দিয়েছেন। ইনস্টা ব্যবহারকারীর প্রশ্ন ছিল, ‘এ রকম মোটা মোটা শাঁখা কোথায় কিনতে পাওয়া যায় ম্যাডাম?’ স্বস্তিকার উত্তরে বলেছেন, ‘বাগ বাজারের শাঁখা পট্টি’।
হাঙ্গামা ২৪