Shilpa Shetty : এ কোন শিল্পা?
Shilpa Shetty - শিল্পা শেঠি |
বলি ইন্ডাস্ট্রির বহুল জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী শিল্পা শেঠী। দীর্ঘদিন ধরে বলিউডে চুটিয়ে কাজ করে যাচ্ছেন। তার সময়ের অনেক অভিনেত্রীই ইতোমধ্যে অভিনয়কে বিদায় জানিয়েছেন। তবে শিল্পা শেঠি সেই দলের নন। নিজেকে তিনি সবার থেকে আলাদাভাবে উপস্থাপন বা পরিচয় করিয়েছেন কাজের মাধ্যমেই।
এই জনপ্রিয় অবিনেত্রীকে সম্প্রতি দেখা গেছে নতুন এক রূপে। হালকা সবুজ হালকা নিলের সংমিশ্রনের শাড়ি ও অভিনব ডিজাইনের ব্লাউজে মোহময়ী রুপে ধরা দিয়েছেন শিল্পা শেঠি। এমর একটি ফটোশুটের কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি নিজেই।
Shilpa Shetty - শিল্পা শেঠি |
সমুদ্ররঙা পোশাকে শিল্পা নজর কেড়েছেন সবার। শরতের নবরাত্রির ছন্দে মেতে উঠে একেবারে যেনো দেবী রূপেই ধরা দিয়েছেন তিনি।
মাথার মুকুট আলাদা করে নজর কেড়েছে। ব্যক্তিগত জীবনের নানা ঝড় ঝাপটা সামলে শিল্পা যেনো সত্যিকারের দূর্গা দেবী হয়ে উঠেছেন ক্যামেরায়।
Shilpa Shetty - শিল্পা শেঠি |
তার পড়নের শিমেরি শাড়িও মুগ্ধ করেছে ভক্তদের। অল্প কিছুদিন আগেই নীলছবি বানানোর অভিযোগে অভিযুক্ত হয়ে গ্রেফতার হন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা।
পতির গ্রেফতারের পর থেকে বেশ কিছুদিন সবার আড়ালে থেকেছিলেন শিল্পা। তবে তিনি ব্যক্তিগত জীবনের এই টানা-পোড়নের কাছে হেরে যাননি। ফের সোজা হয়ে দাঁড়িয়েছেন। নতুন উদ্যমে ফের শুরু করেছেন কর্মজীবন। মোহময়ী রূপে মেলে ধরেছেন নিজেকে।
Shilpa Shetty - শিল্পা শেঠি |
শিল্পা শেঠি প্রমাণ করেছেন জীবনে যতো বাধাই আসুক না কেনো তিনি হেরে যাওয়ার মানুষ নন। এ কথা শিল্পা শেঠি তার কাজ দিয়েই প্রমাণ করেছেন।
হাঙ্গামা24