Masud Pathik : বাথরুমে পাওয়া গেলো মাসুদ পথিকের ছেলের লাশ

বাথরুমে মাসুদ পথিকের ছেলের লাশ
বাথরুমে মাসুদ পথিকের ছেলের লাশ


Masud Pathik : বাথরুমে পাওয়া গেলো মাসুদ পথিকের ছেলের লাশ


জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা মাসুদ পথিকের একমাত্র ছেলে মারা গেছে। তার বয়স হয়েছিল মাত্র ৮ বছর। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে মাসুদ পথিকের ছেলে অনুসূর্যর মৃত্যু হয়।

মাসুদ পথিকের পরিবার সূত্রে জানা যায়, এদিন বিকেলে বাথরুমে গোসল করতে যায় অনুসূর্য। অনেকক্ষণ হয়ে গেলেও সে বের হচ্ছিল না। পরে অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে বাথরুমে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আরও জানা যায়, জানাজা শেষে নরসিংদীতে গ্রামের বাড়িতে সমাহিত করা হয় অনুসূর্যকে। ছেলের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন নির্মাতা মাসুদ পথিক।

উল্লেখ্য, নির্মাণের পাশাপাশি কবি হিসেবেও বেশ পরিচিত মাসুদ পথিক। এছাড়া তিনি গানও লেখেন। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। তার পরিচালিত চলচ্চিত্র ‘মায়া: দ্য লস্ট মাদার’ ২০১৯ সালে ৮টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এখানেও একটি ক্যাটাগরিতে পুরস্কার পান মাসুদ পথিক।

হাঙ্গামা ২৪



সব খবর সবার আগে জানতে ভিজিট করুন https://bnbd24.com/
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url