Shahid-Mira : নারকেল গাছে শহীদ কাপুরের বৌ!
নারকেল গাছে শহীদ কাপুরের বৌ! |
নারকেল গাছে শহীদ কাপুরের বৌ!
বলিউড ইন্ডস্ট্রির কিউট কাপল হিসেবে পরিচিত শহীদ কাপুর ও মীরা রাজপুত। দুই সন্তান নিয়েই কেটে যাচ্ছে তাদের সুখের সংসার। দাম্পত্য জীবনের নানা রকম মিষ্টি মুহূর্ত তারা শেয়ার করেন সামাজিক মাধ্যমে। ভক্তদের মনে শহীদ-মীরার সেসব খুনসুটি, ভালোবাসা আনন্দের খোরাক জোগায়, উৎফুল্ল করে।
এদিকে সম্প্রতি মালদ্বীপে ঘুরতে গেছেন শহীদ কাপুর ও মীরা দম্পতি। সেখানকার দৃষ্টিনন্দিত নজরকাড়া স্থানগুলোতে ফ্রেমবন্দী হচ্ছেন মীরা। সেসব ছবি ও ভিডিও আপলোডের মাধ্যমে মুহূর্তগুলো ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।
শুক্রবার (২২ অক্টোবর) একসাথে কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মীরা। তাতে দেখা যায়, সমুদ্রের তীরে থাকা নারকেল গাছে উঠছেন তিনি। প্রথমে হেঁটে ওঠার চেষ্টা করেন। তবে বেশিদূর যেতে না পারায় হাতের সাহায্য নেন। এরপর ক্লান্ত হয়ে নারকেল গাছের উপর শুয়েই পড়েন তিনি।
এ সময় মীরাকে দেখা গেছে আবেদনময়ী রূপে। লাল রঙের অন্তর্বাসের সঙ্গে তিনি বাদামি রঙের একটি বিশেষ ঢিলে পোশাকে ঢেকেছেন শরীর। ১ লাখ ২৫ হাজারের বেশি লাইক পড়েছে তার এই গাছে চড়ার চিত্রশালায়।
কেবল নারকেল গাছেই নয়, মালদ্বীপে গিয়ে স্কুবা ডাইভিং করেছেন মীরা। স্বচ্ছ জলের ভেতরে গিয়ে তুলেছেন সেলফিও। এমনকি শরীরচর্চাও ভোলেননি তিনি। সমুদ্র সৈকতে খোলা পরিবেশে যোগ ব্যয়াম সেরেছেন মীরা।
মালদ্বীপের এই ভ্রমণে মীরা ও শহীদের সঙ্গে তাদের সুই সন্তানও রয়েছে। যদিও তাদের ছবি প্রকাশ করেননি তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালে বিয়ে করেছেন শহীদ কাপুর ও মীরা রাজপুত। ২০১৬ সালে তাদের প্রথম সন্তান মিশার জন্ম হয়। এর দুই বছর পর একটি ছেলে আসে তাদের পরিবারে। তার নাম জেইন।
হাঙ্গামা ২৪
সব খবর সবার আগে জানতে ভিজিট করুন
https://bnbd24.com/