Nirab : আরজে নিরব খাঁচায়, নায়ক নিরব বাসায়
নিরব |
গ্রাহকদের সঙ্গে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন মিয়ার পর এবার প্রতিষ্ঠানটির হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুয়ামূন কবির নিরব ওরফে আরজে নিরবকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে এক ভুক্তভোগী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আরজে নিরবের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে শুক্রবার ভোররাতে আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে আরজে নিরবকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ১ আগস্ট ই-কমার্স প্ল্যাটফর্ম ‘শ্রেষ্ঠ’র জনসংযোগ ও যোগাযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক নিরব। দুই মাস প্রতিষ্ঠানটিতে চাকরির পর তা ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। চাকরি ছাড়ার পর আপেক্ষিক অর্থে বলাই যায়, ‘আরজে নিরব যখন খাঁচায়, নায়ক নিরব তখন বাসায়’।
মঙ্গলবার (১২ অক্টোবর) চিত্রনায়ক নিরব বিনোদন ভিত্তিক অনলাইন ম্যাগাজিন ‘হাঙ্গামা ২৪’কে জানিয়েছেন, চাকরিটা তিনি ছেড়ে দিয়েছেন। এখন থেকে শুধু অভিনয়েই মনোযোগ দেবেন। পাশাপাশি নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকবেন। বর্তমানে ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতি জনসাধারণের বিরুপ ধারণাও নিরবের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
নিরব বলেন, ‘সম্প্রতি আমি বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাগুলোর শুটিং একটানা চলবে। পাশাপাশি মুক্তি প্রতিক্ষিত সিনেমাগুলোর প্রচার-প্রমোশনেও সময় দিতে হবে। তাই চাকরি কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সে কারণেই নিজ থেকে ছেড়ে দিয়েছি।’
নিরব আরও জানান, ই-কমার্স নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোও তাকে বেশ ভাবিয়েছে। তাই এই চাকরি থেকে সরে এসেছেন তিনি।
উল্লেখ্য, গত ১ অক্টোবর মুক্তি পায় নিরব অভিনীত সর্বশেষ সিনেমা ‘চোখ’। আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় এ সিনেমায় নিরবের সঙ্গে আরও অভিনয় করেছেন বুবলী, জিয়াউল রোশান প্রমুখ।
হাঙ্গামা২৪