Popy : নিখোঁজ পপি; তিনি নাকি মা হয়েছেন?
Sadika Parvin Popy - সাদিকা পারভিন পপি |
নিখোঁজ পপি; তিনি নাকি মা হয়েছেন?
বেশ অনেক দিন ধরেই গা ঢাকা দিয়ে আছেন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। সিনেমা পাড়ায় গুঞ্জন রয়েচে, তিনি নাকি বিয়ে করে সংসারী হয়েছেন। বর্তমানে স্বামী-সংসার নিয়েই নাকি তার সমস্ত ব্যস্ততা। এরপর কিছু দিন আগে শোনা যায়, মা হতে চলেছেন পপি। তিনি নাকি অন্তঃস্বত্ত্বা।
একের পর এক গুঞ্জন চারাগাছ থেকে ডালপালা মেলে মস্ত গাছ হতে চললো, কিন্তু পপির খোঁজ আর মেলে না। তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করলেও সেটি সবসময়ই বন্ধ পাওয়া যায়। তবে জানা গেছে সিনেমা পাড়ার দু’একজনের সঙ্গে তার অল্প-স্বল্প যোগাযোগ রয়েছে। আর সেই সূত্রেই বেরিয়ে আসে নানা খবর। তবে কে তার স্বামী, কি তার পরিচয় তা এখনো শোনা যায়নি।
এদিকে শুক্রবার (২৯ অক্টোবর) রাতে একটি সূত্রে জানা যায়, নায়িকা পপি নাকি মা হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। সেখানেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পপি। যদিও গোপন সূত্রের দেয়া তথ্যমতে, পপির সন্তান হওয়ার কথা ছিল আরও কিছু দিন পরে। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি মা হয়েছেন। তার কোলজুড়ে এসেছে পুত্র সন্তান।
পপি অভিনয়ে যুক্ত এমন একটি নির্মাণাধীন সিনেমার পরিচালক এসব তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যমকে। যদিও নায়িকার কাছ থেকে এ বিষয়ে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। কেননা বরাবরের মতো এখনো তার নম্বরটি বন্ধই রয়েছে।
গা-ঢাকা দেয়ার পর অর্থ্যাৎ বিয়ের পর পপি কোন এলাকায় বসবাস করছেন, এ নিয়ে গুঞ্জন রয়েছে দুটি। এর মধ্যে কারো ধারণা, গাজীপুরের কোনো এক ধর্ণাড্য ব্যবসায়ীকে বিয়ে করে সেখানেই স্থায়ী হয়েছেন পপি। আবার আরেকটি সূত্রের মতে, তিনি বসবাস করেন খোদ ঢাকার একটি ডিপ্লোমেটিক এলাকায়। সেখানেই নাকি সংসার পেতে বসেছেন পপি।
এদিকে গত আগস্ট মাসে হাঙ্গামা২৪-এর হাতে একটি ভিডিও বার্তা আসে। সে ভিডিও পপির মায়ের অভিযোগে পূর্ণ। সেখানে তিনি দাবি করেন, পপি তার কোনো খোঁজ নেন না। এমনকি তারা একে-অপরের ঠিকানা পর্যন্ত জানেন না।
এদিকে পপির বোন চিত্রনায়িকা মৌসুমী এবং দুলাভাই ওমর সানিও জানেন না পপির খোজ। তার এই নিখোঁজ হওয়ায় উদ্বিগ্ন রয়েছেন আত্মীয়-স্বজন ও সিনেমা সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে বহুল জনপ্রিয় ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন সাদিকা পারভিন পপি। এখানে তার দুলাভাই ওমর সানির বিপরীতে অভিনয় করেছেন তিনি। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমার মাধ্যমেই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি। এরপর অসংখ্য দর্শকপ্রিয় ও সফল সিনেমা উপহার দিয়েছেন এ চিত্রনায়িকা।
হাঙ্গামা ২৪
সব খবর সবার আগে জানতে ভিজিট করুন
https://bnbd24.com/