Tangia Zaman Methila : বলিউডে আলোচিতো মিথিলার রোহিঙ্গা

Tangia Zaman Methila - তানজিয়া জামান মিথিলা
Tangia Zaman Methila - তানজিয়া জামান মিথিলা


বলিউডের একটি সিনেমায় অভিনয় করেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী মডেল তানজিয়া জামান মিথিলা। ‘রোহিঙ্গা’ নামের এই সিনেমাটি তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। নতুন পাওয়া খবর অনুযায়ী, বর্তমানের আলোচিত এই সিনেমাটি আগামী মাসেই বিশ্বব্যাপী  মুক্তি পেতে যাচ্ছে। 
 
জানা যায়, আগামী ১৫ নভেম্বর বিশ্বব্যাপী অ্যাপেল টিভিতে মুক্তি পেতে যাচ্ছে ‘রোহিঙ্গা’। থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ চলচিত্র পরিচালনা করেছেন বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ ছবির সহকারী পরিচালক হিসেবে খ্যাতি পাওয়া হায়দার খান। এতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে।

Tangia Zaman Methila - তানজিয়া জামান মিথিলা
Tangia Zaman Methila - তানজিয়া জামান মিথিলা


সিনেমার মুক্তি প্রসঙ্গে মিথিলা বলেন, “আমার জন্য এটি খুব আনন্দের সংবাদ। তবে সিনেমাটি হলে মুক্তি পেলে আরও বেশি ভালো লাগত। করোনার কারণে সবকিছু এলোমেলো হয়ে গেলো। এটি ভারতের সব রাজ্যের সিনেমা হলে মুক্তি দেয়ার প্ল্যান ছিলো। তারপরও মুক্তি পাচ্ছে জেনে ভালো লাগছে।”

তিনি আরও বলেন, “প্রথম সিনেমাটিই আমি বলিউডে করতে পেরেছি। এটা আমার জন্য অনেক তৃপ্তির বিষয়। সিনেমাটিতে রোহিঙ্গাদের গল্প উঠে এসেছে। আমি রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি।”

Tangia Zaman Methila - তানজিয়া জামান মিথিলা
Tangia Zaman Methila - তানজিয়া জামান মিথিলা


উল্লেখ্য, তানজিয়া জামান মিথিলা মডেল হিসেবেই সবার কাছে পরিচিত। তাকে দেখা যায় বিভিন্ন ফ্যাশন শো কিংবা ফ্যাশন হাউজের বড় বড় বিলবোর্ডে। মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুটও পরেছেন তিনি। 

হাঙ্গামা ২৪



সব খবর সবার আগে জানতে ভিজিট করুন https://bnbd24.com/
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url