Disha Patani : দিশার ছবি দেখে ভক্তরা হারাচ্ছে দিশা! (ভিডিও)
Disha Patani |
বর্তমান সময়ের ইয়ং সেনসেশনদের মধ্যে দিশা পাটানি অন্যতম। শরীরী উত্তাপে উষ্ণতা ছড়ানোয় তার জুরি নেই। দিশা পাটানি মানেই যেন আবেদনময়ী এক দেবী। সেটা সিনেমার পর্দায় হোক কিংবা সামাজিক মাধ্যমে। সবখানেই তিনি দেখা দেন আবেদনময়ী অবতারে। আগে তিনি নিয়মিতই বিকিনি পরে, অর্ধনগ্ন হয়ে ছবি শেয়ার করতেন ফেসবুক ও ইনস্টাগ্রামে। এখন অবশ্য সেই অভ্যাস অনেকটাই বদলেছেন এ অভিনেত্রী।
তবে সম্প্রতি সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে নতুন কিছু ছবি শেয়ার করে ভক্তদের হৃদয় কেড়ে নিয়েছেন দিশা। দেখা যায় কালো রঙের কাঁধখোলা একটি গাউন পরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবিতে প্রাধান্য পেয়েছে তার স্বল্প মেকআপ ও বুকের ক্লিভেজ।
দিশা পাটানি |
এরকম খোলামেলা রূপে দিশাকে দেখে দিশা হারাচ্ছেন তার অনুসারী ও ভক্তরা। মাত্র ২৪ ঘন্টায় ১৩ লাখের বেশি লাইক পড়েছে তার পোস্ট করা ছবিটিতে। এর আগে একই ফটোশুটে তোলা আর একটি ছবি পোস্ট করেছিলেন দিশা। সেটিও অনুরাগীদের মাতিয়েছিল। ওই ছবিতে লাইকের সংখ্যা বর্তমানে ২০ লাখের বেশি।
দিশা পাটানি |
ব্যক্তিগত জীবনে দিশা পাটানি প্রেম করেন অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে। যদিও তারা সরাসরি প্রেমের কথা স্বীকার করেন না।
হাঙ্গামা বাংলা