Dhaka Dream : পাঁচ বছর পরে মুক্তি পাচ্ছে ‘ঢাকা ড্রিম’
‘ঢাকা ড্রিম’ |
পাঁচ বছর পরে মুক্তি পাচ্ছে ‘ঢাকা ড্রিম’
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা প্রসূন রহমানের চলচিত্র ‘ঢাকা ড্রিম’। শুক্রবার (২২ অক্টোবর) রাজধানীর স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা ও নারায়ণগঞ্জের সিনেস্কোপ সিনেমা হলে দেখা যাবে। চলচ্চিত্রটি ২০১৬ সালে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর গল্পটা ঢাকায় আসা বিভিন্ন শ্রেণির মানুষকে কেন্দ্র করে।
সিনেমাটির মুক্তি প্রসঙ্গে প্রসূন রহমান বলেন, ‘আমরা আপাতত অত্যাধুনিক প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দিচ্ছি। তবে কিছু সিঙ্গেল স্ক্রিনের কথাও আমাদের পরিকল্পনায় আছে। দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বাড়ানো হবে বলে আশা করছি।’
২০১৬ সালে বারী সিদ্দিকীর কণ্ঠে গান রেকর্ডিংয়ের মাধ্যমে ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রের কাজ শুরু করেন প্রসূন রহমান। চলতি বছরের মার্চে এটি ছাড়পত্র পায়। ৮ অক্টোবর আসে এর ট্রেলার। ছবিতে আছে অনেক চরিত্র- যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়েলিটি শোয়ের প্রতিযোগী ও নদী ভাঙনে গৃহহারা পরিবারের ছায়া। যাদের প্রত্যেকেই গ্রাম থেকে জাদুর শহর ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখছেন।
এ চলচিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মুনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, জয়িতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সিফাত, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল, ইকবাল হোসেন, আরশ খান, ফজলুল হক, আক্তার হোসেন, জামাল রাজা, আর এ রাহুল, ফারুক আহমেদ, শরিফুল আজম পিন্টু, এসএম মহসিন, মাহবুবুর রহমান, খোরশেদ আলম, তৃষা রায়, এমিল, রানা, তাশফীসহ অনেকে।
দেশে মুক্তির আগেই গত আগস্টে ছবিটি ঘুরে এসেছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া, টরন্টো থেকে। কানাডার দ্বিতীয় বৃহত্তর এই উৎসবে গিয়ে ছবি সংশ্লিষ্টরা ভালোই প্রশংসা কুড়িয়েছেন। এবার অপেক্ষা দেশি দর্শকদের প্রতিক্রিয়ার।
হাঙ্গামা ২৪
সব খবর সবার আগে জানতে ভিজিট করুন
https://bnbd24.com/