Urfi Javed : ‘‘মুসলিম বলেই আমাকে নিয়ে এত সমস্যা’’

Urfi Javed - উরফি জাভেদ
Urfi Javed - উরফি জাভেদ

‘‘মুসলিম বলেই আমাকে নিয়ে এত সমস্যা’’


টেলিভিশন কেন্দ্রিক বহুল বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগবস’র ওটিটি সংস্করণ ‘ওটিটি বিগবস’। সম্প্রতি শেষ হয়েছে এর প্রথম সিজন। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন দিব্যা আগারওয়াল। ‘ওটিটি বিগবস’র এ সিজনে বিতর্কের জন্ম দিয়েছেন একজন ভারতীয় টিভি অভিনেত্রী। তিনি এ আসরে প্রতিযোগীগীতায় অংশ নিয়েছিলেন। এই বিতর্কিত অভিনেত্রীর নাম উরফি জাভেদ। যদিও বরাবরই তিনি সমালোচিত হতেই পছন্দ করেন।

১৮ সেপ্টেম্বরে শেষ হওয়া এই আসরে যেদিন থেকে যুক্ত হয়েছেন উরফি, সেদিন থেকেই কোনো না কোনো কান্ড ঘটিয়ে উঠে এসেছেন সমালোচনার টেবিলে। বিগ বসের ঘরে ঢোকার আগেই অন্তর্বাস ছাড়া পোশাক পরে, তার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নেটদুনিয়ায় হইচই ফেলে দেন তিনি। এমন সাহসী ভূমিকার কারণেই মূলত বিগবস ডেকে নেয় তাকে। কিন্তু তিনি টিকতে পারেননি বেশিদিন। 

বিগবস ওটিটি থেকে প্রথম সপ্তাহেই এলিমিনেট হয়ে যান, মানে বাদ পড়ে যান উড়ফি। এরপরই এই আসর নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে উঠে আসেন সংবাদের শিরোনামে। সেই ধারাবাহিকতায় এবার নিজের ধর্মকে টেনে এনে করলেন ‘বিস্ফোরক মন্তব্য’। আঙ্গুল তুললেন বিগ বসের বিচারকদের দিকে।

উরফি জাভেদ বললেন, ‘‘আমি মুসলিম বলেই আমাকে বিগবস থেকে বাদ দেয়া হয়েছে। তারা আমার পোশাককে কারণ হিসেবে দেখিয়েছে। আমি মুসলিম বলেই আমাকে নিয়ে, আমার পোশাক নিয়ে এত কটাক্ষ করা হয়। আমিতো বিকিনি বা শর্ট স্কার্ট পরে যাইনি। সাধারণ কুর্তি পরেছিলাম। আমি বুঝে গিয়েছি, আমি যা করব তা নিয়েই কথা হবে।’’

বরাবরই উরফির নিত্য নতুন ডিজাইনের পোশাক থাকে সমালোচনায়। অনেকে আবার তাকে সাহসী নারীর তকমাও দিয়েছেন। জানা গেছে এসব পোশাক অভিনেত্রী নিজেই তৈরি করেন। কিছুদিন আগে গণেশ আরতির সময় তিনি পরেছিলেন একটি ফিনফিনে কুর্তি। সে নিয়েও জবরদস্ত সমালোচনা হয়েছিল। তবে এসব আলোচনা সমালোচনায় একদম কান দেননা উরফি। বরং নিজের মত করে চলতেই পছন্দ করেন এই আলোচিত অভিনেত্রী।

খোলামেলা পোশাক পরার প্রসঙ্গে উরফি বলেছেন, ‘‘আমি রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মেছি। তাই বহু বছর নিজের পছন্দমতো পোশাক পরতে পারিনি। জিনস পরলেও আমার পরিবার আমাকে বাধা দিত। ওড়না দিয়ে সবসময় বুক ঢেকে রাখতে হতো। এখন আমি বড় হয়েছি। এখন আমি যথেষ্ট স্বাধীন, পোশাকের ব্যাপারে আর কোনও বাধা আমাকে আটকাতে পারবে না।’’

তিনি আরো বলেছেন, ‘‘দৃষ্টি আকর্ষণের জন্য খোলামেলা পোশাক পরা কোনও ভুল নয়। এমনকী, বেশিরভাগ তারকারাই এমনটা করেন। এয়ারপোর্টে যে পোশাক আমি পরেছিলাম, তা সাধারণ একটি স্পোর্টস অন্তর্বাস। তার ওপরে জিনসের জ্যাকেট। কিন্তু সেই ছবি নিয়ে এমন শোরগোল উঠল, যেন আমি কাউকে খুন করে ফেলেছি। মানুষের চিন্তা ভাবনা কবে যে বদলাবে!’’

হাঙ্গামা/অভিজিৎ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url