Sonu Sood : সোনুর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ!

সোনু সুদের বিরুদ্ধে অভিযোগের তীর!
সোনু সুদের বিরুদ্ধে অভিযোগের তীর!

সোনু সুদের বিরুদ্ধে অভিযোগের তীর!


বি-টাউনের জনপ্রিয় তারকা অভিনেতা সোনু সুদ। তিনি মূলত দক্ষিণী সিনেমায় বেশি অভিনয় করেন। তবে বলিউডে নাম লিখিয়েই পেয়েছেন তারকাখ্যাতি। পর্দায় তাকে সচরাচর খলনায়কের ভূমিকায় দেখা যায়। বড় পর্দার এই ভিলেন করোনা মহামারির মধ্যে বাস্তব জীবনে নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। আর তাতে বর্তমানে তাকে ভারতের জাতীয় আইকন হিসেবেই বিবেচনা করা হয়।

করোনার দুর্যোগকালীন সময়ে যখন আতঙ্কে মানুষের জীবনব্যবস্থা স্থবির হয়ে পড়েছিলো তখন সত্যিকারের হিরোর মতোই মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সোনু সুদ। অসহায় মানুষদের করেছেন সর্বচ্চ সহযোগিতা। এই সুবাদে তার জনপ্রিয়তাও বেড়েছে আকাশচুম্বি। অনেক ভক্ত তাকে আখ্যা দিয়েছেন ভগবানের। এমনকি তার ছবি ঘরে বাধিয়ে রেখে পূজো করতেও দেখা গেছে। এছাড়াও ভারতের অনেক স্থানে সোনু সুদের ছবিতে মনকে মন দুধ ঢেলে পূজো দিয়েছেন ভক্তরা। 

ভগবান তুল্য সেই সোনু সুদের বিরুদ্ধেই এবার বিঁধলো অভিযোগের তীর। ভারতের আয়কর দপ্তর তার বিরুদ্ধে কর ফাঁকি দেয়ার অভিযোগ তুলেছে। তারা দাবি করছে, সোনু সুদ ২০ কোটি রুপি কর ফাঁকি দিয়েছেন। এ অভিযোগের পরিপেক্ষিতে ১৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সোনুর বাড়িতে ও ব্যক্তিগত অফিসে বেশ কয়েকবার তল্লাশি চালিয়েছে আয়কর দপ্তরের কর্মকর্তারা।

সম্প্রতি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেন্টরশিপ প্রোগ্রামের আয়োজন করে দিল্লি সরকার। এতে সরকারের পক্ষ থেকে এ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয় সোনু সুদকে। এরপরই তার বাড়ি ও অফিসে হানা দেয় আয়কর দপ্তর। ফের ১৫ সেপ্টেম্বর সোনুর বাড়ি ও অফিসসহ মোট ৬টি স্থানে তল্লাশি চালায় তারা। পরদিন সকালেও সোনুর বাড়িতে হানা দেয় তারা। এরপরইতার বিরুদ্ধে ২০ কোটি রুপি কর ফাঁকির অভিযোগ তুলেছে অধিদপ্তর।

সংস্থাটি দাবি করেছে, বিদেশ থেকে ২ দশমিক ১ কোটি রুপির অর্থ সাহায্য গ্রহণ করেছে সোনু সুদের স্বেচ্ছাসেবী সংস্থা। এতে বিদেশি অনুদান সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন অভিনেতা। আইন অনুযায়ী অনুদানের উপর যে কর আরোপিত হয়, তা তিনি শোধ করেননি। আয়কর দপ্তরের এমন অভিযোগে উৎকণ্ঠায় রয়েছেন সোনুর ভক্তরা। তারা অনেকেই দপ্তরের এমন আচরনে ক্ষুদ্ধ হয়েছেন। 

সম্প্রতি গুঞ্জন ওঠে, রাজনীতিতে নাম লেখাচ্ছেন সোনু। যোগ দিচ্ছেন ভারতের আম আদমি পার্টিতে। যদিও এমন খবরে কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। তবে হঠাৎ করে আয়কর দপ্তরের এমন অভিযোগে অনেকেই ধারণা করছেন, আম আদমি পার্টিতে যোগ দেওয়ার কারণেই তার বিরুদ্ধে সরকার ষড়যন্ত্র শুরু করেছে।

হাঙ্গামা/অভিজিৎ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url