Polash : ‘রিভেঞ্জ’ নিয়ে আসলেন পলাশ (ভিডিও)

‘রিভেঞ্জ’ নিয়ে আসলেন পলাশ
‘রিভেঞ্জ’ নিয়ে আসলেন পলাশ

‘রিভেঞ্জ’ নিয়ে আসলেন পলাশ


জিয়াউল হক পলাশ। এই নামটা এখন সবারই পরিচিত। বিনোদন প্রেমি মানুষেরা কে না চেনে তাকে! শহর থেকে গ্রাম, বিলাশী রেস্টুরেন্ট থেকে চায়ের দোকান সর্বত্রই তার অভিনয় নিয়ে চর্চা হয়। সহকারি পরিচালক হিসেবে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করলেও বর্তমানে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি।

কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’এ যুক্ত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা হিসেবে। মানুষ তাকে অভিনেতা হিসেবে চিনলেও তিনি মূলত একজন নির্মাতা। এরমধ্যেই ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’, ‘সারপ্রাইজ’, ‘ঘরে ফেরা’ ও ‘একটুখানি’ নামে চারটি নাটক পরিচালনা করেছেন পলাশ। সেই ধারাবাহিকতায় এবার তিনি পরিচালনা করেছেন ‘রিভেঞ্জ’।

এই নাটকটির কাহিনি রচনা করেছেন আলোচিত আরেক নির্মাতা শাহাদাত রাসএল। ‘রিভেঞ্জ’ শিরোনামের এই নাটকটি প্রচারিত হচ্ছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। গত ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এ নাটকটি উন্মুক্ত করা হয়েছে ইউটিউব কেন্দ্রিক চ্যানেলটিতে। ইতোমধ্যে নাটকটি ১০ লাখ বার দেখা হয়েছে।

চ্যানলটিতে ঘুরে দেখা গেছে এরই মধ্যে নাটকটিতে প্রায় ৫০ হাজার লাইক পড়েছে । এছাড়া হাজার হাজার মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। যেখানে দর্শকরা প্রশংসায় ভাসিয়েছেন পুরো টিমকে। ‘রিভেঞ্জ’ নাটকের কেন্দ্রীয় তিনটি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, তাসনিয়া ফারিণ ও সৈয়দ জামান শাওন। এছাড়াও আছেন ইশরাত জাহিন আহমেদ, তৌহিদ তালুকদার, নাসিম রেজা শোভন, রকি খান প্রমুখ।

‘রিভেঞ্জ’ প্রসঙ্গে জিয়াউল হক পলাশ বলেন, ‘‘নাটকের যে গল্প তা নিয়ে কাজ কারার প্রথম কারণ হচ্ছে গল্পটা ভালো। দ্বিতীয় কারণ হচ্ছে, এ সময়ের গতানুগতিক গল্পের সঙ্গে এটি মিলে না। একজন পরিচালক হিসেবে আমার চেষ্টা থাকে, অভিনেতা পলাশের সত্তা থেকে আলাদা থাকতে।’’

তিনি আরো বলেন, ‘‘রিভেঞ্জে প্রতিহিংসার গল্প আছে। যেটা আসলে এ সময়ের মানুষদের মাঝে খুব সূক্ষভাবে বিরাজমান। সময় ও সুযোগে তারা তা প্রমাণ করে দেয় বা তা বেরিয়ে যায়। আমি চাই যে দর্শক এক বসায় আমার কাজটা দেখবে এবং মুগ্ধ হবে। আমি আসলে মুগ্ধতার গল্প চেয়েছি।’’

‘রিভেঞ্জ’ নাটকটির রচয়িতা শাহাদাত রাসএল বলেন, ‘‘আসলে আমি পলাশের নির্মাণের প্রতি যে সততা ও একাগ্রতা তাতে মুগ্ধ। ওকে সবাই অভিনেতা হিসেবে প্রাধান্য দিলেও আমার কাছে ও অভিনেতার চেয়ে বেশি একজন মেধাবী নির্মাতা। ওর সাথে আমার বোঝাপড়াটা চমৎকার। আমরা একসাথে আগেও কাজ করেছি। সামনে একসাথে আরো কিছু কাজের পরিকল্পনা চলছে আমাদের। আর রিভেঞ্জ গল্পটাতে সম্পর্কের ভেতরের ডার্ক কিছু চমক আছে। যা দর্শকদেরকে চমকে দেবে বলে আমি বিশ্বাস করি। পলাশ ভীষণ যত্ন নিয়ে কাজটা করেছে। বাকিটা দর্শকদের প্রতিক্রিয়ায় বোঝা যাবে।’’

উল্লেখ্য, এর আগে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেস-এর জনপ্রিয় গান ‘নিজের জন্য’র ভিডিও নির্মাণ করেছেন পলাশ। কিছুদিন আগে একটি হাসপাতালের বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন তিনি। জানা গেছে ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব ফিল্ম ও সিরিজ নির্মানে ব্যস্ত রয়েছেন পলাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন পরিচালক হিসেবে নিজেকে ব্যস্ত রাখতে চাই।’


হাঙ্গামা/অর্ণব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url