Deepika Padukone : কেন মরতে চেয়েছেন দীপিকা!

Deepika Padukone - দীপিকা পাডুকোন
Deepika Padukone - দীপিকা পাডুকোন

কেন মরতে চেয়েছেন দীপিকা!


বলিউডের তারকা অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাম দীপিকা পাড়ুকোন। আট দশটা সাধারণ মানুষের মতো তার জীবনেও এসেছিলো প্রেম। কিন্তু সে প্রেম টেকেনি। সে প্রেমিকও সাধারণ কেউ নন। তিনি বলিউডের আরেক অভিনেতা রণবীর কাপুর। তাদের এই সম্পর্ক মাঝপথে ভেঙ্গে যাওয়ার ধাক্কা সামলাতে হিমশিম খেতে হয়েছিলো দীপিকাকে। মানসিকভাবে ব্যপক অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

এ ঘটনা ২০১৪ সালের দিককার। তখন মানসিক অবসাদে আক্রান্ত হয়েছিলেন দীপু। এমনকি মরে যেতেও চেয়েছিলেন জনপ্রিয় এই তারকা। এর আগে অবশ্য কখনো তার সেই দুঃসময়ের কথা প্রকাশ করেননি তিনি। তবে এবার সেই ভয়াবহ সময়ের অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন দীপিকা। সম্প্রতি অমিতাভ বচ্চন সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শিরোনামের অনুষ্ঠানে এসে সবার সামনে তুলে ধরলেন অবসাদগ্রস্থ দিনগুলোর অভিজ্ঞতা।

‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে এসে দীপিকা পাড়ুকোন বলেন, ‘‘২০১৪ সাল নাগাদ আমার অবসাদ ধরা পড়ে। যদিও এমন সময়ের কথা কেউই বলতে চান না। কারণ, অবসাদ কেমন হতে পারে, সে সম্পর্কে অনেকেরই বিশেষ জানাশোনা থাকে না। আমার মনে হয়, যদি আমি আমার অবসাদের অভিজ্ঞতা শেয়ার করি, তাহলে যাদের এমন অভিজ্ঞতা হয়েছে বা হচ্ছে কিন্তু বুঝতে পারছেন না, তারা অনন্ত অনুভব করতে পারবেন যে তারাও অবসাদে আছেন।’’

অবসাদগ্রস্থ দিনগুলোর কথা বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘‘হঠাত্‍ আমার মধ্যে অদ্ভূতভাবে কেমন একটা খালি খালি অনুভূতি হতে থাকে। তখন কারো সঙ্গে কথা বলতে, দেখা করতে, এমনকি কাজ করতেও ইচ্ছে করত না আমার। সারাদিন ঘরের ভেতর নিজেকে আটকে রাখতাম। বাইরে যেতে ইচ্ছে করত না। আমার এমনও মনে হত যে, আমি আর বাঁচতে চাই না। কারণ বেঁচে থাকার কোনো কারণ বা প্রয়োজনই আমার মধ্যে কাজ করত না। তবে এখন আমার জীবনের একটা লক্ষ্য রয়েছে। আমি যদি কোনো দিন কারো জীবন বাঁচাতে পারি, তাহলে সেই লক্ষ্য পূরণ হবে।’’

দীপিকা যখন অবসাদ আক্রান্ত ছিলেন তখন তার মা বেঙ্গালুরু থেকে মুম্বাইতে এসেছিলেন আদরের মেয়ে দীপুর সঙ্গে দেখা করতে। যখন ফিরে যাওয়ার জন্য বিমানবন্দরে যাচ্ছিলেন তখন দীপিকা অঝোরে কাঁদতে শুরু করেন। এমন বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘‘আমার মা বিষয়টা লক্ষ্য করেছিলেন। আমি সাধারণত কাঁদতে অভ্যস্ত নই। তাই আমি যখন কাঁদছি, তার মানে নিশ্চয়ই কোনো গোলমাল রয়েছে। আমি কাঁদছিলাম, যেন কোনো সাহায্য পাওয়ার জন্য। আমার মা সেটা বুঝতে পারেন। এরপরই মা আমাকে মনোবিদের কাছে নিয়ে যান। নিয়মিত কাউন্সেলিং করান এবং অনেক মাস পরে আমি সম্পূর্ণ সুস্থ হই।’’

প্রসঙ্গত, দীপিকা পাডুকোন সেই প্রেম ভাঙ্গার ধাক্কা সামলে উঠেছিলেন। এরপর ২০১৮ সালে বিয়ে করেন আরেক তারকা অভিনেতা রণবীর সিংকে। তাদের এই বিবাহিত জীবন অনেক সুখের তা তাদের সামাজিক মাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়।

হাঙ্গামা/অভিজিৎ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url