Shah Rukh Khan : শেষমেশ ওটিটিতে শাহরুখ!
Shah Rukh Khan - শাহরুখ খান |
শেষমেশ ওটিটিতে শাহরুখ!
বলিউড সিনেমার সুপারস্টার শাহরুখ খান। একটা সময় ছিলো যখন তার সিনেমা পেক্ষাগৃহে মুক্তি পেলেই তা কয়েকশ কোটি রুপি ব্যবসা করতো। সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘জিরো’। তবে তা বক্স অফিসে মুখ থুবরে পড়ে। ‘জিরো’ নামের ওই সিনেমা ফ্লপ হওয়ার পর এখনাব্দি বলিউড বাদশাহর নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। সে হিসেবে কিং খান হলের পর্দায় নেই পুরো তিন বছর। তবে শোনা গেছে, বেশ কয়েকটি সিনেমার কাজ এগিয়ে নিচ্ছেন তিনি।
এবার শোনা গেলো, ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ খানের। বর্তমান সময়ে অনেক তারকাই অনলাইনভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে নাম লিখিয়েছেন। কেউ সিনেমা, আবার কেউ ওয়েব সিরিজ দিয়ে ভক্তদের সামনে হাজির হচ্ছেন। কিন্তু কিং খানকে এখনো দেখা যায়নি এই ভুবনে। জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের মাধ্যমেই অভিষেক হতে যাচ্ছে এই অভিনেতার।
গত ১১ সেপ্টেম্বর (শনিবার) ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের একটি প্রোমো প্রকাশিত হয়েছে। আর সেখানে অংশ নিয়েছেন শাহরুখ খান। ওই ভিডিওতে দেখা যায়, বলিউড বাদশাহর বাড়ির সামনে ভক্তদের বিশাল ভিড়। সেই ভিড় দেখে তিনি গর্ব করে তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে বলছেন, ‘‘আর কারোর বাড়ির সামনে এত ভক্ত দেখা যায়?’’
এর উত্তরে তখন ওই ব্যক্তি বলেন, ‘‘না স্যার, এখন পর্যন্ত দেখিনি, কিন্তু সামনের কথা বলা যাচ্ছে না।’’ এ কথা শুনে কিছুটা চিন্তিত হয়ে পড়েন শাহরুখ। এ কথার মানে জানতে চান তিনি। জবাবে ওই ব্যক্তি জানান, বাকি সব স্টারদের ডিজনি প্লাস হটস্টারে শো আর সিনেমা আসছে। শাহরুখের পালটা প্রশ্ন, ‘‘কোন বাকি সব?’’ ওই ব্যক্তি উত্তর দেন, ‘‘অজয়, অক্ষয়, সাইফ, সঞ্জু বাবা’’
এই কথা শুনতে শুনতেই চিন্তিত হয়ে পড়েন শাহরুখ। তিনি আবার প্রশ্ন করেন, ‘সবাই?’ তখন সেই ব্যাক্তি বলেন, ‘‘সবাই তো না, আপনি এখনো বাদ রয়েছেন।’’
ডিজনি প্লাস হটস্টারের এই প্রোমো ভিডিও দেখেই অনেকেই ধারণা করছেন, এই ওটিটি প্লাটফর্মে শিগগিরই হয়ত কোনো সিনেমা কিংবা অনুষ্ঠান নিয়ে হাজির হবেন শাহরুখ খান। অথবা তার নতুন কোনো সিনেমা হয়ত চুক্তির মাধ্যমে মুক্তি পেতে পারে এই প্ল্যাটফর্মে। তবে এ বিষয়ে শাহরুখ বা ডিজনি প্লাস হটস্টারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা দেয়া হয়নি।
হাঙ্গামা/অভিজিৎ