Dipankar Dipon : ১৩০ কোটি পেলে দেশের সিনেমা বদলে দেবেন

Dipankar Dipon - দীপংকর দীপন
Dipankar Dipon - দীপংকর দীপন

১৩০ কোটি পেলে দেশের সিনেমা বদলে দেবেন


ঢাকাই সিনেমার তরুণ নির্মাতা দীপংকর দীপন। প্রথম সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ নির্মাণ করেই জয় করেছেন সিনেমাপ্রেমীদের মন। সিনেমাটি গত কয়েক বছরের মধ্যে অন্যতম ব্যবসাসফল হয়েছে। পাশাপাশি অর্জন করেছে তুমুল জনপ্রিয়তা। ২০১৭ সালে সিনেমা নির্মাণে নাম লেখান দীপন। মুক্তির অপেক্ষায় রয়েছে একাধিক সিনেমা। এর মধ্যে ‘অপারেশন সুন্দরবন’ অন্যতম। এছাড়াও নির্মানাধীন রয়েছে ‘অন্তর্জাল’, ‘ঢাকা ২০৪০’সহ আরও বেশ কয়েকটি সিনেমা।

প্রথম সিনেমা দিয়েই বাজিমাৎ করা এই নির্মাতা এবার দাবি করেছেন তিনি ১৩০ কোটি টাকা পেলে পুরোপুরি বদলে দেবেন বাংলাদেশের মূলধারার সিনেমা। গত ১৮ সেপ্টেম্বর (শনিবার) সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। ফেসবুকে দেয়ো সেই স্ট্যাটাসেই এমন দাবি করেন দীপন।

ফেসবুকের সেই পোস্টে দীপংকর দীপন লেখেন, ‘‘১৫ বছরের জন্য বিনা সুদে আমাকে ১৩০ কোটি টাকা লোন দ্যান, আমি বাংলাদেশের মূলধারার সিনেমা বদলে দেব। নতুন ছবি, টেকনিকাল ইনফ্রাস্ট্রাকচার, ৭ জন তৈরি পরিচালক, টেকনিকাল ম্যান পাওয়ার তৈরি করে দেব। প্রমিস।’’

জনপ্রিয় এই নির্মাতা আরো লেখেন, ‘‘ইন্ড্রাস্ট্রি যদি ঘুড়ে না দাড়ায়, গ্যারান্টি সহকারে আমি সেই টাকার দায় নেবো। আমার শর্ত একটাই- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের পজেটিভ ব্র্যান্ডিংয়ের চেতনায় বিশ্বাসী আমি দেশ ও সিনেমাকে ভালোবেসে সত্‍ উদ্দেশ্য নিয়ে এসেছি। আপনাকেও সততা, ভালোবাসা ও ব্যবসায়িক মনোভাব নিয়ে আসতে হবে। আগ্রহী থাকলে আসেন প্রেজেন্টশান নিয়ে বসি।’’

এমন পোস্ট করে সবাইকে শেয়ার করার অনুরোধও জানান দীপন। তিনি সবার উদ্দেশ্যে লেখেন, ‘‘পোস্টটা শেয়ার দিন যদি জায়গা মত পৌঁছায়।’’

হাঙ্গামা/সানজানা 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url