Mahiya Mahi : প্রাক্তন স্বামীকে খোঁচা দিলেন মাহি?

প্রাক্তন স্বামীকে খোঁচা দিলেন মাহি?
প্রাক্তন স্বামীকে খোঁচা দিলেন মাহি?

প্রাক্তন স্বামীকে খোঁচা দিলেন মাহি?


ঢালিউডের প্রথম সাড়ির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বর্তমানে তিনি আলোচনায় রয়েছেন বিচ্ছেদ, প্রেম এবং বিয়ে নিয়েই। পুরোনোকে ছেড়ে নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও এবার খবরের শিরোনাম হলেন প্রাক্তন স্বামীকে নিয়েই।
 
২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। তবে পাঁচ বছর সংসারের পর ভেঙ্গে গেলো তাদের দাম্পত্য। চলতি বছরের মে মাসে তাদের এ সম্পর্কের বিচ্ছেদের ঘোষণা দেন এই নায়িকা। এই ঘটনার চার মাস না যেতেই ফের বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এবার গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেছেন মাহি। 

গত ১২ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ৫ মিনিটে এই বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন তিনি। সামাজিক মাধ্যমে রাকিব সরকারের সঙ্গে বিয়ের একটি ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন এই নায়িকা। যদিও আগে থেকেই তাদের বিয়ের গুঞ্জনটি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। মাহির নতুন বিয়ের খবরে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন তার আগের স্বামী অপু। এতে সম্ভবত মাহি সন্তুষ্ট হননি। তাই বোধহয় ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সাবেক স্বামীকে ইঙ্গিত করে খোঁচা দিলেন!

রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার তিনদিন পর অর্থাৎ গত ১৫ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় ফেসবুকে একটি ছবি পোষ্ট করেছেন অগ্নি'খ্যাত এই নায়িকা। আর এ ছবির ক্যাপশনেই তিনি লিখেছেন ইঙ্গিতপূর্ণ কথা। ক্যাপশনে মাহিয়া মাহি লিখেছেন, ‘‘যখন আপনি কাউকে আপনার জীবন থেকে বাদ দেন, তখন তারা মানুষকে পুরো গল্পটি বলবে না, তারা কেবল তাদের সেই অংশটি বলবে; যা আপনাকে খারাপভাবে প্রকাশ করবে এবং তাদেরকে নির্দোষ দেখাবে।’’

এর আগে মাহির প্রাক্তন স্বামী পারভেজ মাহমুদ অপু সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, ‘‘বিয়ের খবর আগেই শুনেছি। আজ ফেসবুকে দেখলাম। তার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আমার পরিবারের মান-সম্মান অনেক বড়। এ ব্যাপারে আমি আর কথা বলতে আগ্রহী নই। আমি খুব সাধারণ মানুষ, সাধারণভাবেই জীবন-যাপন করতে চাই।’’

ধারনা করা হচ্ছে অপুর এমন মন্তব্যের বিপরীতেই মাহি তার পোস্টে অমন ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। যদিও তিনি তার স্ট্যাটাসে অপুর নাম উল্লেখ করেননি, কিন্তু কারো বুঝতে বাকি নেই, তিনি যে প্রাক্তন স্বামীকে খোচা দিয়েই এসব লিখেছেন। এদিকে মাহির এই পোস্টে কমেন্ট করেছেন তার বর্তমান স্বামী রাকিব সরকার। তিনি লিখেছেন, ‘‘কয় জন বড় হয় না, সয় জন বড় হয়।’’ 

উল্লেখ্য, ২০১৬ সালে অপুর সঙ্গে বিয়ের পর মাহির আরও একটি বিয়ের খবর সামনে আসে। শাওন নামের এক ব্যক্তিকে তিনি ২০১৫ সালে বিয়ে করেছিলেন। বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় সাইবার আইনে মামলাও করেছিলেন মাহি। সেই মামলার তদন্তে মাহি ও শাওনের বিয়ের সত্যতা পাওয়া যায়। তবে এ বিয়ের কথা মাহি স্বিকার করেননি।

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url